নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ডিয়ার চাকুরিজীবী, একদিন আপনিও তো বেকার ছিলেন?

২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬

এতদিন আমজনতা'র কমন প্রশ্ন ছিল,
.
মাস্টার্সের আগে,
-আর কতদিন ছাত্র থাকবা? মাস্টার্স কি শেষ হয়নি? না আদু ভাই হবে? 'এমন'
.
মাস্টার্সের পরে,
চাকরি বাকরি কখন করবা? না সারা জীবন বেকার থাকবা? বইসা বইসা খেলে রাজার গোলা শেষ হয়ে যায় বাপের গোলা তো ছোট্ট ! 'এমন'
.
চাকরির পরে,
বিয়ে শাদী কখন করবা? তাড়াতাড়ি করো পরে দেশের মাইয়্যা সবগুলোর বিয়ে হয়ে গেলে নিজের ভাগ্যে একটাও পাবে না ! 'এমন'
.
এখন থেকে একটি টি-শার্ট ফেব্রিকস করবো, সেখানে পাঞ্চ লাইন থাকবে, 'সুন্দরী ভালো পাত্রী দেখুন ৷'
.
এতুদিন পরে আমজনতা লাইনে আসছে
.
২০১৫ সালে মার্চের দিকে আমাদের মাস্টার্সের রেজাল্ট হয় সেদিন থেকে এমন কোন দিন নেই যেদিন শুনতে হয়নি, কি ভাই? চাকরি বাকরির কি খবর?
.
পেইনফুল প্রশ্ন করার ধরণ !!
.
বেপারটা এমন হয়ে দাঁড়ালো বড় বট গাছ ঘুরে এসে একই মানুষের সাথে দেখা হলে সে আবার জিঙ্গেস করে, ভাই চাকরি পাইছেন?
.
বাধ্য হয়ে দিনে ঘুরোঘুরি বন্ধ করে দিয়েছিলাম ৷
.
সামনে সুন্দরী মেয়ে দেখলেও ভয় হতো, এই বুজি 'বেকার ভাইয়া' বলে মুখ বাঁকা হাসি দিয়ে চলে যাবে !
.
হ্যালো পাবলিক ! আপনি কি জানেন?

>একজন বেকারের মাথায় ২৪ ঘন্টা চাকরির টেনশন কাজ করে ৷

>পত্রিকার বিনোদন পাতার আধ বাঁকা হয়ে দাড়ানো দীপিকার ছবিও তার পেইন লাগে, চাকরির বিজ্ঞাপন ছাড়া !

>কখনো জিঙ্গেস করেছেন, বাবা রাতে ঘুমিয়েছো কি না?

>কখনো একটা পাঁচ টাকার কলম কিনে তাকে দিয়ে বলেছেন, এটা দিয়ে আল্লাহর উপর ভরসা রেখে পরীক্ষা দাও !

>কিছু করতে না পারেন একটা সাত্ত্বনা তো দিতে পারেন !
.
কথায় আছে গরীবের দুঃখ গরীবে বুজে তার চেয়ে বড় কথা 'একজন বেকারের দুঃখ একজন বেকার ই বুজে ! '

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬

রাইসুল ইসলাম রাণা বলেছেন: দুঃখটা বুঝলাম

২| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

হানিফঢাকা বলেছেন: চাকরি পাওয়ার আগ পর্যন্ত জীবনটাকে ভাল করে ভোগ করে নিন। ঘোরাঘুরি করার শখ থাকলে ইচ্ছামত ঘোরাঘুরি করুন। কারন চাকরির পরে এই জীবনটা কে এক সময় মিস করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.