নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
এতদিন আমজনতা'র কমন প্রশ্ন ছিল,
.
মাস্টার্সের আগে,
-আর কতদিন ছাত্র থাকবা? মাস্টার্স কি শেষ হয়নি? না আদু ভাই হবে? 'এমন'
.
মাস্টার্সের পরে,
চাকরি বাকরি কখন করবা? না সারা জীবন বেকার থাকবা? বইসা বইসা খেলে রাজার গোলা শেষ হয়ে যায় বাপের গোলা তো ছোট্ট ! 'এমন'
.
চাকরির পরে,
বিয়ে শাদী কখন করবা? তাড়াতাড়ি করো পরে দেশের মাইয়্যা সবগুলোর বিয়ে হয়ে গেলে নিজের ভাগ্যে একটাও পাবে না ! 'এমন'
.
এখন থেকে একটি টি-শার্ট ফেব্রিকস করবো, সেখানে পাঞ্চ লাইন থাকবে, 'সুন্দরী ভালো পাত্রী দেখুন ৷'
.
এতুদিন পরে আমজনতা লাইনে আসছে
.
২০১৫ সালে মার্চের দিকে আমাদের মাস্টার্সের রেজাল্ট হয় সেদিন থেকে এমন কোন দিন নেই যেদিন শুনতে হয়নি, কি ভাই? চাকরি বাকরির কি খবর?
.
পেইনফুল প্রশ্ন করার ধরণ !!
.
বেপারটা এমন হয়ে দাঁড়ালো বড় বট গাছ ঘুরে এসে একই মানুষের সাথে দেখা হলে সে আবার জিঙ্গেস করে, ভাই চাকরি পাইছেন?
.
বাধ্য হয়ে দিনে ঘুরোঘুরি বন্ধ করে দিয়েছিলাম ৷
.
সামনে সুন্দরী মেয়ে দেখলেও ভয় হতো, এই বুজি 'বেকার ভাইয়া' বলে মুখ বাঁকা হাসি দিয়ে চলে যাবে !
.
হ্যালো পাবলিক ! আপনি কি জানেন?
>একজন বেকারের মাথায় ২৪ ঘন্টা চাকরির টেনশন কাজ করে ৷
>পত্রিকার বিনোদন পাতার আধ বাঁকা হয়ে দাড়ানো দীপিকার ছবিও তার পেইন লাগে, চাকরির বিজ্ঞাপন ছাড়া !
>কখনো জিঙ্গেস করেছেন, বাবা রাতে ঘুমিয়েছো কি না?
>কখনো একটা পাঁচ টাকার কলম কিনে তাকে দিয়ে বলেছেন, এটা দিয়ে আল্লাহর উপর ভরসা রেখে পরীক্ষা দাও !
>কিছু করতে না পারেন একটা সাত্ত্বনা তো দিতে পারেন !
.
কথায় আছে গরীবের দুঃখ গরীবে বুজে তার চেয়ে বড় কথা 'একজন বেকারের দুঃখ একজন বেকার ই বুজে ! '
২| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬
হানিফঢাকা বলেছেন: চাকরি পাওয়ার আগ পর্যন্ত জীবনটাকে ভাল করে ভোগ করে নিন। ঘোরাঘুরি করার শখ থাকলে ইচ্ছামত ঘোরাঘুরি করুন। কারন চাকরির পরে এই জীবনটা কে এক সময় মিস করবেন।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬
রাইসুল ইসলাম রাণা বলেছেন: দুঃখটা বুঝলাম