নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
(আলহামদুলিল্লাহ এগিয়ে চলছে আমার পরিবারের আরেকটি স্বপ্ন)
আহসান জামিল ফাউন্ডেশনের অার্থিক সহযোগীতায় সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুড়েন্ট"স ফোরাম এর মাধ্যমে
দু’জন মেধাবী ও বেকার যুবককে ৮০ হাজার টাকা কারিগরি বৃত্তি
---------------------------
গতকাল সন্ধ্যায় নগরীর জিইসি বাসমতি রেস্টুরেন্ট এ আহসান জামিল ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠানের নির্বাহি পরিচালক আশরাফ উদ্দিন মন্টুর সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আহসান জামিল ফাউন্ডেশনের প্রজেক্ট আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের ভবন নির্মান দ্রুত শেষ করা, প্রশিক্ষনের জন্য প্রশিক্ষক নিয়োগের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।
.
উক্ত সভায় জানানো হয় আহসান জামিল ফাউন্ডেশনের অার্থিক সহযোগীতায়, সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুড়েন্ট"স ফোরামের সার্বিক সহযোগীতায় সন্দ্বীপের ২জন গরিব মেধাবী , বেকার যুবক কে আগামী ৬মাস চট্টগ্রাম রেখে চট্টগ্রামের নাসিরাবাদে আবস্থিত কুরিয়ার বাংলাদেশ টেকনিক্যাল সেন্টারে প্রশিক্ষন দেওয়া হবে।
.
সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সচিব সন্দ্বীপের প্রথম সাংসদ ওবায়দুল হকের কন্যা ডা: লিয়াকত জাহান, চট্টগ্রাম চেম্বার পরিচালক সারোয়ার হাসান জামিল(শামিম), বুয়েট আর্কিটেক শাখাওয়াত হোসেন, চট্টগ্রাম পলিটেকনিকের সাবেক অধ্যক্ষ আয়ুব আলি, বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল সেন্টারের মেক্যানিকেল বিভাগের প্রধান ফোরকান উদ্দিন, জাতীয় দৈনিক সমকাল পত্রিকার চট্টগ্রাম বুরো চীপ সন্দ্বীপের কৃত সন্তান সারোয়ার সুমন, প্রকৌশলী হেলাল উদ্দিন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সেক্রেটারি রাশেদুল হায়দার জাবেদ,বীর মুক্তি যোদ্ধা মো:শাহজান, ফাউন্ডেশনের নির্বাহি সদস্য শাখাওয়াত হোসেন,মোকাম্মেল হোসেন,ফাউন্ডেশনের টেকনিক্যাল এডভাইজর ও সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুড়েন্ট "স ফোরামে প্রতিষ্ঠাতা সভাপতি জুয়েল আফছার রায়হান,সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট "স ফোরামের সা:সম্পদক ইয়াছিন আরাফাত বাপ্পী, সাংগঠনিক সম্পাদক গোলাম শহিদুল মাওলা সহ প্রমুখ।
.
উল্লেখ্য আহসান জামিল ফাউন্ডেশনের একটি প্রজেক্ট আহসান জামিল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বর্তমানে নির্মানধীন। উক্ত ট্রেনিং সেন্টারটি সম্পূন্ন রূপে চালু হলে সন্দ্বীপের যুবকেরা নিজেদের কে কারিগরি প্রশিক্ষন গ্রহন মাধ্যমে দক্ষ ও কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১
কবির নাঈম দোদুল বলেছেন: এ অঞ্চলের ছেলেদের কাছে কৈশোর মানে ছিলো, নদী-জল-ভ্রমণ-খেলা-আকাশ। ইস্কুল পালানো, নদীতে মাছ ধরতে যাওয়া, এক গলা জলের ডোবায় মাছ ধরা, সাইকেল নিয়ে ঘুরতে যাওয়া, শীত এলে এ টুনামেন্ট, সে টুনামেন্ট। সে অতীত। কিশোরদের কোমড়ে এখন গুজা থাকে ছুরি, রিভালভার, পিস্তল। ইয়াবায় আচ্ছন্ন তাদের কৌশোর। সন্দ্বীপে অস্ত্র তৈরির কারখানার এ সংবাদ যা ঘটছে, যা ঘটতে যাচ্ছে, বর্তমান ও ভবিষ্যত নিয়ে এ শংকা শুধু কিছুটা বাড়িয়ে দিলো।