নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমাদের ভাগ্য ভালো আমরা বড়লোকের নন্দ দুলাল হয়ে জন্মগ্রহণ করি নি,
.
সেই ছেলেটির মতো যে মদ খেয়ে উপুত হয়ে লেট নাইট পার্টি'তে পরে থাকে গভীর রাতে ড্রাইভারের কাঁধে হাত রেখে টাই ঝুলা হয়ে হেলে দুলে বাড়ি ফিরে
.
সেই ছেলেটির মত যে সুন্দরী মেয়ের দিকে তাকাতে গিয়ে লেনসার ইএক্স/ টয়োটা প্রিমিও/ রয়েল ক্রাউন/নোহা গাড়টি ফুটপাতে সবজি বিক্রেতার পেটে তুলে দেয়
.
সত্যি আমাদের ভাগ্য ভালো এমন কোন মেয়ের সাথে পরিচয় নেই যে বার্থ ডে তে হিরের আংটি গিফট না করলে সম্পর্ক চুকে দেয়
.
আমাদের বখাটেপনা সর্বোচ্চ সিগারেট পর্যন্ত এসে থেমে যায়
.
আমাদের প্রতিটি দিন শুরু হয় সংগ্রাম দিয়ে, জীবনের প্রতিটি সেক্টরে আমরা এক একটি সৈনিক !
.
আমাদের শরীরের ঘামগুলো ঠিক যেভাবে লোমকূপ পরিস্কার করে ঐ ভাবে অদ্ভুত এক প্রশান্তি এসে হৃদয় কূপ পরিস্কার করে দিয়ে যায়
.
আমরা দুইশ টাকার নাস্তা করে ত্রিশ টাকা বকশিশ দিয়ে আসি না উল্টো ত্রিশ টাকার নাস্তা করে দুই টাকা কম দিয়ে তা পাশে হাত পেতে থাকা অসহায় মানুষটাকে দিয়ে অদ্ভুত আনন্দ লাভ করি
.
টংয়ের পার্টি আর ফাইভ স্টার হোটেলের পার্টির মধ্যে যারা পার্থক্য বুজে না তারা জীবন কি বুজবে?
.
যারা টাকা দিয়ে আন্তরিকতা কিনে তারা কি বুজবে গ্রামের বিয়ের আহ্লাদে আটখানা অনুভূতি?
.
মনের আনন্দে হাইকিং করে কর্দমাক্ত প্যান্টে যে প্রেম কাঁটা বিঁধে জমিনের আইলে বসে সেগুলো উঠানোর অনুভূতি যারা বুজে না তাদের জন্য এই পোস্ট নয়
.
এই পোস্ট তাদের জন্য যারা পোস্ট পড়ে ভাবছে আসলেই তো এগুলো আমাদের গল্প,মামা বুকে আহো, আমরা আমরাইতো !
২| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
আলো হীন চাঁদ বলেছেন: আমরা আমরাই তো
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭
রাইসুল ইসলাম রাণা বলেছেন: মামা বুকে আহো