নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
একদিন সকালে উঠে দেখি রেডিওমুন্না পেইজটা নেই সেদিনও মন খারাপ হয়েছিল ! আজ সকালে উঠে দেখি রেডিওমুন্না পেইজটা আন-পাবলিশড ! আজও মন খারাপ হলো !
.
মাঝে মাঝে সামু ব্লগ বন্ধ হলেও আমার মন খারাপ হয়
.
মানুষ একমাত্র প্রাণী যে সব কিছুকে ভালবাসতে পারে, স্কুলের এক শিক্ষক ঠিক তেমনি 'কেরাত বেত'কে ভালবাসতেন ! রোজ তৈল দিয়ে মালিশ করে চকচকে করে রাখতেন বেতটি !
.
তেমনি এক মেয়ে রোজ আমাকে কষ্ট দিতে ভালবাসতো, কারণ সে জানতো আমি তাকে ভালবাসি, সবার সাথে কথা বলতো আমার সাথে বলতো না যদিও যাদের সাথে কথা বলতো তাদের দুই একজনও তাকে ভালবাসতো তবে তারা আমার মতো বোকামি করে নি ! বলে দেয়নি তারা সুযোগ খুঁজে যাচ্ছে বলার এখনো !
.
কেউ আবার বংশকে ভালবেসে ও মেয়ে বিয়ে করে, ভাই মেয়ে পছন্দ হয়েছে? না, হবু শালী পছন্দ হয়েছে? হুম ! নিজের ক্যারেক্টার ঠিক নেই আবার এতো বংশ খোঁজে কেরে?
.
এমন অনেক আছে !
কেউ কেউ
মেয়ের বাবার টাকাকে,
চেয়ারম্যানের মেয়েকে,
মাস্টারের মেয়েকে ও
অনেকে জায়গা দেখে
.
তবে আমরা মাঝে মাঝে বিদেশীদের উদ্দেশ্য করে বলি ওরা 'মানুষের চেয়ে কুকুর ভালবাসে !'
.
তবে আমরা মানুষও ভালবাসি না কুকুরও তেমন ভালবাসি না, ক্ষমতা/টাকা/খ্যাতি ওগুলো বেশী ভালবাসি ৷
.
সত্যি বেশী ভালবাসি ! কালো টাকার মালিক, রাঘব বোয়াল, ক্ষমতার কেন্দ্রবিন্দুদের পা'য়ের জুতা বগল তলে নিয়ে হাটতে আমি অনেক সম্মানিত ব্যক্তিকে দেখেছি !
.
জীবননান্দ ভুল বলেছে, বেপারটা হবে এমন !
'আবার আসিবো ফিরে আমি এই বাংলায় হয়তো বা মানুষ নয় অমানুষ চোর ডাকাত বদমাশ সন্ত্রাসী ধাপ্পাবাজ দূর্নীতিবাজ হয়ে ! '
.
তবে যা হয়ে আসি না কেনু রাঘব বোয়াল হয়ে আসতে হবে, চুনোপুঁটিদের আমার দাম নেই !
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
মহা সমন্বয় বলেছেন: সামু তুলনা শুধুই সামু....