নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
পৃথিবীতে কয়টা মানুষ আপনাকে চিনলো সেটা বড় কথা না, কয়টা মানুষ কিভাবে চিনলো সেটা হলো বড় কথা !
>
এক লোক চোখে রেভন সানগ্লাস, Menz ব্রান্ডের শার্ট, ফেরদৈস টেইলার্সের প্যান্ট, দামী পারফিউম লাগিয়ে লাগিয়ে ঘুরে কিন্তু তার নাম হয়ে গেছে 'সিটিং ওমুক', তার শরীল থেকে কেনো জানি ধাপ্পাবাজ টাইপের ঘ্রাণ বের হয় !
>
অথচ যে লোকটা সারাদিন পরিশ্রম করে কর্দমাক্ত হয়ে বাসায় ফিরে যাওয়ার সময় জিঙ্গেস করে, 'বাবা কেমন আছো? ' সত্যি তার শরীল থেকে গুচ্ছি ব্রান্ডের পারফিউমের সুবাস বের হয় ৷ একটা মায়া জন্মে, ভাল লাগা সৃষ্টি হয় !
>
এক চোরাকে আমি চিনতাম, আমি একদিন মাথা থেকে বের করে দিতে চাইলাম সে চোরা ! কিন্তু সে অনেক স্মার্ট নায়কের মতো চেহারা তবুও তাকে চোরা চোরা লাগে !
>
সমাজের কিছু মানুষ আছে যারা স্বভাবে ধাপ্পাবাজ টাইপের, তার ধার নিবে বছর পর বছর পেরিয়ে গেলো ও দিবে না কিন্তু সালিশ বসলে তারপর বাধ্য হয়ে পরিশোধ করে তারা ভাবে তারা অনেক চালাক ! আসলে ততক্ষণে তাদের কি পরিমান মানহানী হয় তা টাকা দিয়ে পূরণীয় কখনো হবে না !
>
কেউ কেউ সারাদিন প্যাঁচ লাগিয়ে চলে, পরিশেষে এমন হয়, অমুক বলেছে বললে কেউ আর তার কথা বিশ্বাস করে না তার কপালে অদৃশ্য প্যাঁচুক সিলমোহর অঙ্কিত হয়ে যায় !
>
তেমনি কারো কপালে ট্যাগ লেগে যায় হিংসুক, কারো কপালে ধূর্ত লোক, কারো আবার অনিষ্টকারক, খারাপ লোকসহ হরেক রকম ট্যাগ ! আমার আপনার ট্যাগ নেম'টা কি কখনো ভেবে দেখেছি?
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩
আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক বলেছেন !
২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭
নতুন বলেছেন: সবই মূখ্`তার ফল...
তাদের ট্যাগ লাইন হইলো //// মানির মান জুতা দিয়ে পিটাইলেও যায়না///
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
আবদুর রব শরীফ বলেছেন: একদম সত্যি কথা !
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭
ফেরদৌসা রুহী বলেছেন: মানুষের আচার আচরণ, ব্যবহার ই তার আসল পরিচয়।