নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অনুভূতি প্রাইভেট লিমিটেড !

০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

একটি ছেলে কবিতা লিখতো শুধু একটি মেয়ে পড়বে বলে, সেই কবিতাগুলোর চারপাশে ক্যালিওগ্রাফি করা থাকতো ! চরম আদর মিশিয়ে অনুভূতির গহীনে ডুব দিয়ে ডুবরি'টি একটি একটি করে শব্দ খুঁজে নিয়ে আসতো !
>
একটি ছোট্ট মেয়ে আল্পনা করতো ! সেই আল্পনার প্রতিটি রং তার বাবার জন্য সেই ছবিটি তার মা থেকে ও লুকিয়ে রাখতো শুধু তার বাবা দেখবে বলে !
>
একটি ছেলে গান করতো, কেউ শুনবে বলে নিচু স্বরে গাইতো সে গান, সে গান শুনার অধিকার শুধু তার মা'য়ের ছিল !
>
কিছু অনুভূতিগুলো এমনি যেগুলোতে কারো কোন অধিকার থাকে না, অনুভূতিগুলো শুধু তোমার আমার দুইজনের !
>
সম্প্রতি বাসা থেকে লুকিয়ে বন্ধুকে মিষ্টি দিয়ে আসা ছোট্ট ছেলে দুইটির মধ্যে অদ্ভুত বন্ধুর অনুভূতি ছিল !
>
অনভূতি শূন্য পৃথিবীতে কে বলে অনুভূতি হারিয়ে গেছে !
>
কয়েকদিন আগেও একটি ফকিরকে একটি সিঙ্গারা দিয়েছিলাম একটু দূরে যেতে যেতে দেখলাম তারা না দেখতে পারি মতো কিভাবে সিঙ্গারাটি ভেঙ্গে দুইজনে মিলে খেলো !
>
না দেখার অধিকার থাকলে পৃথিবীর ছোট ছোট অনুভূতিগুলো হারিয়ে যায় না, সেগুলো অপ্রকাশিত
>
ক্যামেরার সামনে দুইটা কম্বল বিতরণ দেখি কিন্তু অদ্ভুতভাবে নিজের সুয়েটার খুলে দিয়ে অতঃপর রেল লাইন ধরে শার্ট পরা ছেলেটির মুখ দেখতে পারা ও ভাগ্যের বেপার, এমন দৃশ্য দুর্লভ কিন্তু ঘটে চলছে !
>
এসব অনুভূতিগুলো পাবলিক লিমিটেড না রে ভাই প্রাইভেট লিমিটেড অনুভূতি আর তার হাত ধরেই অনুভূতিরা টিকে আছে ছিল এবং থাকবে....!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.