নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটেল যুগের ভালবাসা টিকিয়ে রাখতে হলে কিছু বিষয় আপনাকে মানিয়ে নিতেই হবেঃ
>
-টুনি সেলফি আপলোড করবে বিভিন্ন গ্রুপে পেইজে কুনু সমস্যা নেই !
>
-তার একটা দুইটা BF মানে Best Friend থাকবে ৷
>
-টুনি নিজেই বলে দিবে বেস্ট ফ্রেন্ডগুলো আবার ভাইয়ের মত দেখতে !
>
-কুনু প্রকার সন্দেহ করা যাবে না, সর্বদা বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে ৷
>
-ভুলেও পার্সনাল বিষয় নাক গলানো যাবে না যেমন ফেসবুক পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি
>
-'প্রত্যেক মানুষের প্রাইভেসি বলে কিছু বেপার সেপার আছে থাকে' - এসব কথা শুনে ফোর-জি গতিতে হ্যাঁ বলার অভ্যেস করতে হবে ৷
>
-ক্রাশ নামক কোন গ্রুপ/পেইজ হঠাৎ একদিন দেখবেন টুনির রূপের বর্ণনা, সেইই ফিগার, টানা টানা চোখ, সেলফি'তে বকের মত বেঁকে যায় ঠোট-- টুট টুট যা আপনারও জানা ছিল না মিস দীপিকাকে হার মানানো লেখনি তা দেখে রাগ করা যাবে না !
>
-দুই একটা লেট নাইট পার্টি তার সাথে একটু ড্রিংকস দুই একটা সিগারেট খেলে তেমন কিছু আসে যায় না টুনির আপনার ও তা দেখে ইগো আসা যাওয়া করা যাবে না ৷
>
-বাসার শীতকালীন শাক সবজি সব পেস্ট বানিয়ে মুখে পরিবেশন করলে ও কিচ্ছু বলা যাবে না ৷
>
-রাঙ্গামাটি থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা কলার হাফ ডজন থেতলিয়ে চুলে দিলেও না বলা থাকতে হবে ৷
>
সর্বোপরি, আপনাকে ফ্রি মাইন্ডের হতে হবে ৷ ডায়লগ একটাই, "উই আর ডোন্ট মাইন্ড ৷"
>
আর যদি তা না পারেন সত্যি আপনার কপালে টুনি আছে থাকবে কি না তা ভাবতে হবে তবে যারা এখনো ম্যাডাম টুনি হতে পারে নি মানে "ক্ষেত টুনি" তাদের খুঁজে নেওয়া এখন সময়ের দাবী ৷
©somewhere in net ltd.