নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এক \'বন্ধনে\' পুরো জীবন ! ক্ষতি কি ?

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:২৮

২০১০ সালে রহিম মামা ডেসটিনি'তে জয়েন করিয়ে একটি টাই গিফট করেছিল মাগার টাই'য়ে গিট্টু মারা যে দুই হাতে দুইজন লোক জয়েন করার থেকেও বেশী কষ্ট তা তখনি বুজেছিলাম
>
তো এক বড় ভাইয়ের কাছে গেছি টাই নিয়ে ভাই এদিক ওদিক করে মরা(টাইট) গিট্টু দিয়ে বলে এভাবে পড়তে হয় ! দূর ভাই ! হয় নাই তো ! আরো কিছুক্ষণ চেষ্টা করে বললো, ভাই পারতাম কিন্তু ইয়ে মানে ইয়ে এখন ভুলে গেছি !
>
আরেক বড় ভাইয়ের সন্ধান দিল ভাই, গিয়ে দেখি এদিক ওদিক সেদিক বামদিক ডানদিক করে এইডস চিহ্ন বানিয়ে শার্টের কলার উচু করে টাই কিভাবে পরতে হয় তা দেখাতে গিয়ে আবার গিট্টু খুলে দিলো ! তা দেখে মনে হলো কলিজা খুলে গেছে আমার !
>
যাই হোক গিট্টু খুলে ভাই বারবার এইডস লেগো আকৃতি করে বন্ধন বানিয়ে আমাকে শিখাতে লাগলো ! মনে মনে কইলাম, এতো জটিল পক্রিয়া বুজলে আমার অর্থনীতিতে সেকেন্ড ইয়ার এক্সামে দুইটা সাপ্লি দুইটা ইম্প্রোভ থাকতো না !
>
তো ঘটনার শুরু ২০১০ সাল ! ডেসটিনির মোটিবেশন, ইনভাইটেশন , ফলো আপ, জয়েনিং, হাই প্রফেশনাল ট্রেনিং সহ প্রায় ত্রিশটা পোগ্রাম ওই গিট্টু দিয়ে কাটিয়ে দিয়েছি !
>
খুব যত্নে আস্তে আস্তে মাথা দিয়ে বের করে সুন্দর করে টাই'টা ড্রয়ারে রেখে দিতাম !
- একদিন গলা থেকে মাথা দিয়ে খুলতে গিয়ে একটুর জন্য বেঁচে গেলাম ৷ আরেকটু হলে লেজটা বের হয়ে যেতো !
-রাখে আল্লাহ মারে কে !
>
মাগার একদিন ডেসটিনি চলে গেলো কিন্তু টাইয়ের গিট্টু খুলি নি !
>
নবীন বরণ প্রবীন বিদায় থেকে শুরু করে সুন্দরীর বোনের বিয়ে ঐ গিট্টু দিয়ে চালিয়ে দিয়েছি !
>
এভাবে ২০১০ থেকে ২০১৫ কত পোগ্রাম যে ওই বড় ভাইয়ের তৈরী করে দেওয়া সেই গিট্টুর উপর দিয়ে চালিয়ে দিয়েছি সেই খবর কে বা রাখে !
>
আজ ২০১৬ সাল ! সেই টাইটি আবার বের করেছি ৷ কাল এক্সট্রা স্মার্টনেস এবং যোগ্য 'কামলা' প্রকাশ করার জন্য টাই'টি আবার পরবো ৷ গিট্টু ও ঠিক আগের মতই আছে ৷ যত্ন করলে রত্ন মিলে কিন্তু মনের মানুষ টিকে না !
>
আমি অনেক বার টাই পড়েছি কিন্তু এখনো গিট্টু দিয়ে টাই পড়তে জানি না ৷ জগতে সবকিছু জানতে হয় না কৌশল দিয়ে ও চালিয়ে দেওয়া যায় ! মাইরালা !

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৪

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা আপনার দেখি অনেক বুদ্ধি।

মনে হচ্ছে এই এক গিট্টুতেই জীবন পার করে দিবেন।

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮

আবদুর রব শরীফ বলেছেন: বন্ধন ভাঙ্গবো না :P

২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫২

আজমান আন্দালিব বলেছেন: হাহাহা ...ডেসটিনি টাই!

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮

আবদুর রব শরীফ বলেছেন: সেই ঐতিহাসিক টাই !

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬

আদম_ বলেছেন: হেব্বি লাগছে মামা। মাইরা খাইয়ালা!!!!

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.