নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ধরে নিয়েছি আর শুধু একটি বছর বাঁচবো পৃথিবীতে ঐ ভাবে পথ চলার দীপ্ত শপথ নিয়ে অতীতের সকল ভূল ভ্রান্তি শুধরানোর চেষ্টা করে নতুন বছর উপভোগ করতে চাই ৷
>
আত্মতৃপ্তির কোন সুযোগ নেই, যা পেয়েছি ভুলে যেতে হবে ৷ মানুষকে মানুষ ভাবা শিখতে হবে, ভালবেসে বুকে টেনে ওদের জন্য কিছু করতে হবে
>
আগামী বছর যখন আমার মৃত্যুর সংবাদটি ওরা শুনবে যেনো চোখ ঠিকরে অশ্রু বেরিয়ে আসে ওদের, নির্বাক হয়ে অনুভূতি শূন্য হয়ে যেন ভাবে এই কি শুনছি !
>
পেট আর চ্যাটের জন্য জীবন নয়, জীবন কিছু অবহেলিত মানুষের ভাগ্য ফিরানোর জন্য, লড়াই করার জন্য ৷ প্রিয় আদুরী সুখে থেকো ৷ রবী ঠাকুরের শেষের কবিতার সুরে বলতে চাই, "আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক ৷"
>
বছরের শেষ অশ্রু জলকে ফুল করে ফুটাতে চাই ৷ জানো প্রতিদিন কতো মানুষ না খেতে পেয়ে মারা যায়? এই শীতে কত মানুষ কেঁপে কেঁপে মারা যায়? প্রতিদিন অত্যাচারের স্বীকার হয় কত কত নিরপরাধ মানুষ !?
>
সুকান্ত তুমি ঠিক বলেছিলে আগামীর শিশুটি বড্ড অনিরাপদ ! তার বাস যোগ্য করে যেতে হবে ! নজরুলের সঞ্চিতা খুলে আজো 'মানুষ' কবিতা পড়ে অমানুষ খুজে পাচ্ছি শুধু ৷
>
থার্টি ফাস্ট নাইট উদযাপনের ওই সময় নেই, বোমা আতশবাজী লুতুপুতু করার ওই সময় যেন না হয় বুকে সেই শপথ ৷ জীবনে কিছু না করে ছাব্বিশটি বছর কাটিয়ে দিতে চলেছি আজ মরে গেলে কাল 'ইউ আর নো বডি ৷"
>
নিজের শরীলের দিকে তাকিয়ে দেখেছি আজো জাম্পারের উপর আরো একটি জ্যাকেট ! রেল লাইনের পাশে পাটের বস্তা গাঁয়ে শুয়ে থাকা মানুষটির পোষাকটিও আমার কাছে ৷ নিজেকে শুধরাতে হবে আগে ৷ আমি আমরা পাল্টালে সমাজ পাল্টে যাবে ৷
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১
আবদুর রব শরীফ বলেছেন: সেটাই ভাই !
২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৪
আরাফাত আল মাসুদ বলেছেন:
বিষাদে ছেয়ে দিলেন শরীফ ভাই।
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা ভাইজান !
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
গোল্ডেন গ্লাইডার বলেছেন: আজ মরে গেলে কাল 'ইউ আর নো বডি