নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মেয়েটি ইয়া ভাব নিয়ে ছেলেটিকে ছেড়ে চলে গেল, ছেলেটি কাঁদছে !
>
পরের দিন চুল স্পাইক,টপসের সাথে টাইট জিন্স পড়ে বের হলো মেয়েটি,কোমর দুলছে, ওড়না উড়ছে !
>
তারও পরের দিন মেয়েটি সেই পরিচিত সিড়ি'ত বসে কাঁদতে লাগলো,
>
কি এমন হয়েছে ! আজ মেয়েটির মাথায় স্পাইক নেই, চুপচুপ তেল দেওয়া চুলগুলো এক তৃতীয়াংশ দেখাচ্ছে ! পরনে ডোলা ঢিলা সেলোয়ার কামিজ !
>
যে ছেলেটি কাঁদতে থাকবে ভেবেছিল সে আর কাঁদছে না তার বান্ধবীর সাথে হুন্ডায় এক পা দিয়ে এই শীতে ও উত্তেজনায় আইসক্রিম খাচ্ছে !
>
টিট পর টেট ! ইট মারলে পাটকেল খেতে হবে !
>
যে দেবদাস'টি এখনো রোজ সকাল তার জানালায় ফুল দিয়ে যায়, একটু চোখাচোখি হলে মেয়েটির চোখ রাঙ্গানি উপেক্ষা করে ও পরের দিন ঠিক ভোর পাঁচটায় হাজির হয় সে ও একদিন চলে যাবে !
>
কাক ডাকা ভোরে যে ভালবাসা'র অনুশীলন করেছে দেবদাস বাবু তা একদিন উজাড় করে দিবে হয়তো অন্য কাউকে, সেদিন এগুলো আর পাগলামী থাকবে না
>
সেই ক্ষোভে জানালাটি ও চিরতরে বন্ধ করে দিবে মেয়েটি, ভুলে ও তাকানোর সাহস পাবে না ! সত্যি টনটন চিনচিন করে বুক ছিঁড়ে যাবে, পাগলের মত এক গ্লাস পানি হাতড়িয়ে বেরাবে ! ঠিক যেন তাকে হারিয়ে পানিগুলো শেষ ভরসা !
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম !
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
রসায়ন বলেছেন: ভাল লিখেছেন ।