নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নীলাদের অজানা সত্যি ঘটনা !

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০০

নীলা কতটুকু ভালবাসলে অভিমান ক্ষোভ যন্ত্রণায় মুখের 'বুলি' গুলো 'গুলি' হয়ে যায় তা তুমি কখনো বুজবে না !
>
নীলা যেই ছেলের মুখের ভাষা খারাপ বলে তুমি চলে গিয়েছো সেই ছেলের কবিতার প্রেমে পড়েছিলে একদিন !
>
নীলা তুমি কি জানো একটি ঘন্টা সমান কয়টি বছর? বিশ্বাস করো ষাট ষাটটি বছর
>
নীলা তুমি কি জানো তোমার একটু হাসির জন্য তীর্থের কাকের মত ছটপট করা মন কতটা দুঃখে অপ্রাপ্তি নিয়ে মুখ লুকোয়
>
নীলা তুমি কি জানো গল্পের ভিতরেও একটি গল্প থাকে সেটি দেখা যায় না খুঁজে নিতে হয়
>
নীলা তুমি কি জানো কত নীলারা এখন আমোদে লুটোপুটি খাচ্ছে কই নীলের তো টেনশন হয় না তবুও তুমি পাশের বাসার মিষ্টি ছেলেটিকে ভাইয়া বলে ডাকলেও কেন নীলের বুক ছিঁড়ে যায়
>
নীলা তুমি কি জানো তুমি মিথ্যে কথার জনক'কে ও অবলীলায় বিশ্বাস করো শুধু নীলকে নয় !
>
নীলা তুমি কি জানো ভালো মানুষ ভালবাসতে পারে না শুধু নীলের মতো পাগলরাই ভালবাসতে পারে !
>
নীলা তুমি কি জানো ! তুমি কি জানো ! তুমি কি জানো ! তুমি জানবে কি করে তোমার বুকে আজ মাথা রেখে অন্য কেউ !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.