নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ছেলেটার বাবা মোচ পছন্দ করত, তাই ছেলেটির নামও আদর করে রেখেছিল মোচলেহ উদ্দিন, তামিলে একটা কথা আছে, মোচ নেহি তো কুচ নেহি!
>
পৃথিবীতে বিলাসী জাতি হিসেবে পরিচিত ফরাসীদের একটি অহংকার গোঁফ, বাহারি রংয়ের শিং/সিন্দাবাদ/প্লাট/হিটলারি/বিটলারি গোঁফের প্রতিযোগিতা হয় সেখানে
>
বাঙ্গালী সংস্কৃতিতেও গোঁফের একটি ঐতিহ্য ছিল প্রবাদ বাক্য সহ উপকথায় তার প্রমাণ পাওয়া যায়, যেমন 'গাছে কাঁঠাল গোঁফে তেল' ইত্যাদি!
>
মাইকেল মদুসূদন দত্ত তৎকালীন ফ্রান্স থেকে শার্ট আয়রন করে এনে পড়ত শুধু তাই না তাদের সাথে মিল রেখে তার বাহারি গোঁফও ছিল!
>
চুরির শাস্তি হিসেবে এখন যেমন অনেক যায়গায় চুল কেটে দেওয়া হয় তেমনি ফ্রান্সে গোঁফ কেটে দেওয়া হতো
>
সিংহের গোঁফ থাকলে ও সিংহির গোঁফ নেই, প্রকৃতি তে ও গোঁফের আলাদা একটা মাধুর্য আছে
>
অনেক ছবিতে দেখা যায়, নায়িকা ছেলের ছদ্মবেশ ধরতে গোঁফ মূখ্য ভূমিকা রেখে চলেছে
>
সব চেয়ে বড় কথা মেয়েরা আজকাল আমাদের সবকিছু নকল করে ফেলছে, যেমন ছোট চুল, প্যান্ট, শার্ট কিন্তু গোঁফ/দাড়ি নকল করতে পারবে না, ব্যাপারটা ভেবে আনন্দ লাগছে...!
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গোঁফ কাটতে গেলুম
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: মেয়েরা অনেক কিছু নকল করতে পারবে কিন্তু গোঁফ দাড়ি কেড়ে নিতে পারবে না ।চমৎকার সত্যি কথা বলেছেন । আসস্থ হলাম । ধন্যবাদ অনেক ধন্যবাদ ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
আবদুর রব শরীফ বলেছেন: বোপারগুলো ইউনিক !
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২
প্রামানিক বলেছেন: চমৎকার গোফের কাহিনী। ধন্যবাদ