নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
এই মেয়ে বাসায় আসছো কেনু?
-আমি আপনার ছেলের বউ
>
তোমার জ্বালায় তো ছেলেকে বন্দি করে রেখেছি রুমে !
-সে আমাকে বিয়ে করেছে
>
খামোশশশ ! তার রুমের সামনে দুইটা দারোয়ান দিয়ে রেখেছি !
-আমি আপনার বউমা
>
ইম্পসিবল ! তিন তিনবার পালাতে গিয়ে তাকে আটক করেছে পালোয়ানরা !
-বাবা ! ভালবাসা আটকে রাখা যায় না !
>
হু আ হাহাহাহা চান্দু আটকিয়ে আছে চার দেয়ালে !
-তবে বিয়ে আটকিয়ে নেই
>
বোকা মেয়ে ! কি প্রমাণ আছে তোমার কাছে তুমি যে তার বউ !
-এই নেন মোবাইল
>
মোবাইল কেনু? এই মোবাইল ই তো যত সর্বনাশের মূল ! বের হও বাসা থেকে !
-না বাবা আমি তার বউ !
>
আমাকে কি বোকা পেয়েছো? প্রমাণ আছে?
-প্রমাণ তো মোবাইলে !
>
বুজিয়ে বলো ! আবার কোন ষড়যন্ত্র !
-এই দেখেন স্ক্রিণশট বাবা
>
কি লেখা ওখানে?
"আমি তোমাকে বিয়ে করতে রাজি তুমি?
কবুল কবুল কবুল !"
বাবা শকজজ ! কপোতিরা রকজজ !
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
আবদুর রব শরীফ বলেছেন: হিহি গ্রেট ধন্যবাদ
২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
Jahirul Sarker বলেছেন: টুবুটুবু রস।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০০
আবদুর রব শরীফ বলেছেন: বিনোদিত হলুম কমেন্ট দেখে
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
আরণ্যক রাখাল বলেছেন: স্ক্রিনশট হৈলো প্রমাণ! ডিজিটাল দেশের ডিজিটাল কইন্যা
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০১
আবদুর রব শরীফ বলেছেন: মোবাইলে বিয়ে হতে পারলে ওটা ও সম্ভব হবে :p
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
সুলতানা রহমান বলেছেন: বিয়ে মানেই তো কবুল। মেয়েদের তিনবার না হলে ও হয়।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২
আবদুর রব শরীফ বলেছেন: বিয়ে মানে আমি রাজী হিহি
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
ঢাকাবাসী বলেছেন: সাংঘাতিক ধুরন্ধর মাইয়া তো!
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২
আবদুর রব শরীফ বলেছেন: এই যুগের মাইয়া
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭
গেম চেঞ্জার বলেছেন: ওয়াও...... গ্রেট আইডিয়া.......