নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রঙ্গিলা ফেসবুক !

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

কিছু মেয়েদের কাছে ফেসবুক শুধু একটি নিজের ছবি প্রকাশ করার মাধ্যম !
>
কিছু ছেলেদের কাছে ফেসবুক একটি মেয়েদের ইনবক্সে কবিতা লেখার অথবা সাহিত্য চর্চার একটি কিউট মাধ্যম !
>
কারো কাছে তা আবার নিউজ/স্ট্যাটাস/গল্প/কৌতুক পড়া এবং শেয়ার করার মাধ্যম !
>
কারো কাছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া'র সুন্দরীদের সাথে ইংরেজী চর্চার একটি মাধ্যম !
>
আবার কারো কাছে তা শুধু মনে আনন্দে ব্লাড সংগ্রহ করার মাধ্যম !
>
কারো কাছে তা একটি লেখা প্রকাশের অথবা লেখা শেয়ারের মাধ্যম !
>
আর কারো কাছে তা সরকারের সমালোচনা করার একটি মাধ্যমও বটে !
>
নীলের কাছে ফেসবুক কেবলি লীলাঞ্জনা'র চুল কান নাক রং ডং ভং কে পুঁজি করে তেলো মাথা তৈলাক্ত করার মাধ্যম !
>
কারো কারো কাছে 'বিসিএস আওয়ার গোল ' এ কে কি বলেছে তা দেখার মাধ্যম তাদের নামগুলো এমন কাহ্নপা, শেষের কবিতা, লাল নীল দীপাবলি এমন !
>
কারো কাছে তা শুধু ডুকে একবার ডু মেরে বের হওয়ার মাধ্যম ৷
>
ইদানিং অফিসের বসদের খোঁজ খবর নেওয়ার সুন্দর মাধ্যম হিসেবে ফেসবুক ইয়ুজ করছে অনেকেই !
>
কিছু আছে রাত দিন কপি করা কমেন্ট আর এড মি আই এম বলদ নামে নিজেকে প্রকাশিত করার জন্য ফেসবুক ব্যবহার করছে !

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.