নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হিডেন ট্রুথ !

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২২

চুরি করে টাকা পাওয়া গেলে সেটাও একটি কাজ হিসেবে সমাজে অদৃশ্য স্বীকৃতি মিলে !
.
মানি ব্যাগে টাকা না থাকলে সে নিজে অবহেলিত হয়ে টেবিলে পড়ে থাকে !
.
কালো মেয়ের শত গুন থাকলেও অনেক ক্ষেত্রে তকে বিয়ে করতে নারাজ থাকে পাত্র !
.
টাকা দিলেই বস্তু মিলবে সেইটা কালো অথবা সাদা টাকা যেটা হোক না কেনো ৷
.
কিছু মানুষের পরনিন্দা করা একটি জ্বিনগত সমস্যা তারা তা করবেইই করবে ৷
.
নায়ক/নায়িকারা ক্যারেক্টারলেস হলেও তারা হিরো যত দোষ নন্দ ঘোষ বেচারার ৷
.
ম্যাক্সিমাম ছেলে/মেয়েরা বিএফ/জিএফের জন্মদিন মুখস্ত থাকলে ও বাবা/মা'র জন্মদিন জানে না !
.
ক্লাশের ফাস্ট বয় অহেতুক হিংসার শিকার হয় তাকে সবাই আবুল মনে করে !
.
ছেলেরা সুন্দর মেয়ে দেখলেই ক্রাশ খায়, আর মেয়েরা সুন্দর শাড়ি দেখলে ক্রাশ খায় !
.
স্কুলের ক্লাসমিটদের সাথে ব্যর্থ প্রেমিকরা পরে খুশি হয় এই ভেবে ভাগ্যিস বউটা একই বয়সী হয়নি !
.
লিখতে গেলে গল্পের নায়কের নাম নীল এবং নায়িকার নাম নীলাঞ্জনা'র কথা মনে পড়ে ! নামহীনতায় ভুগে !
.
বেকার দেখলেই অনেকে অফিসের হর্তাকর্তা'র ভাব ধরে এক কপি CV পাঠাতে বলে !
.
মেয়েরা কেমন লাগছে? বলে 'সুন্দর লাগছে' উত্তর বাধ্যতামূলক শুনতে চায় !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৬

চাঁদগাজী বলেছেন:

এগুলো তো ওপেন ট্রুুথ

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

আবদুর রব শরীফ বলেছেন: ওপেন তা ও ঠিক :P

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৩

কালনী নদী বলেছেন: আমাদের ভালোবাসা অনুভুতি না কাম?

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

আবদুর রব শরীফ বলেছেন: চিন্তার বিষয় !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.