নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
জীবনে প্রথম কিরনমালা দেখতেছিলাম কারণ আমার একটা বেস্ট বান্ধবীর টিভি নষ্ট হয়ে গেছে, তাকে এখন কি ঘটছে তা বলতে হবে !
.
-কিরনমালার কি অবস্থা?
'এই মাত্র ডাক্তার এলো চারপাশে তিন চারজন ঘিরে রাখছে ৷'
.
-এখন কি অবস্থা ?
'বিষ খেয়ে উপুত হয়ে পড়ে আছে মে বি ৷'
.
-তারপর?
'কি আর ডাইনী একটা মন্ত্র পড়ে বোতলে ডুকিয়ে পেললো মে বি আত্মাটা কে ! '
.
এরপর?
'ওহ শিট ! মন খারাপ করে বললাম, কিরনমালা এই মাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ৷'
.
অতঃপর?
'বিজ্ঞাপন চলছে ৷'
.
আচ্ছা পাঁচ মিনিট পর নক দিচ্ছি !
'আচ্ছা ৷'
.
কি খবর কিরনমালার?
' মরে গেছে সুতরাং কি আর খবর থাকবে? কান্নাকাটি করছে সবাই এক সাথে, আমি ও ৷'
.
ধ্যাত ! মরবে না !
' মরে গেছে মরবে না আবার কি ? '
.
তুমি দেখতে থাকো
'আচ্ছা ৷'
.
কিরনমালা অমর , মরতে পারে না কখনো ৷
'আরে দূর! খেইল শেষ ৷'
.
পাঁচ মিনিট পর, আবার বিজ্ঞাপন বিরতি শেষে
.
বলো বলো বলো কি ঘটছে?
'সত্যি বিশ্বাস করতে পারে নি এভাবে আবার বেঁচে যাবে কিরনমালা ! '
.
বললাম না কিরনমালা অমর?
'হুম ঠিক ৷'
.
(তাই তো বলি সিরিয়াল কেন শেষ হয় না !!! '
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ফাও ফাও দেখে এগুলো !
২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২
মহসিন উদ্দিন বলেছেন: একেবারে যেন বাংলাদেশের বর্তমান অবস্থা। ধন্যবাদ সঠিক ভাবে উপস্থাপন করার জন্য।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা সুন্দর কমেন্টের জন্য !
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯
সায়ানাইড সাকিব বলেছেন:
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১
আবদুর রব শরীফ বলেছেন: :p
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
আরণ্যক রাখাল বলেছেন: সেইজন্যই সিরিয়ালও অমর
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
আবদুর রব শরীফ বলেছেন: একদম ! সুইংগামের শেষ আছে কিন্তু সিরিয়ালের মাথা ঘুরানোর দৃশ্যের যেন শেষ নেই !
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১
নিমগ্ন বলেছেন: ফাও ফাও ফাও অসহ্য!!!!