নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ক্যাপসাইসিন !

০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

জ্বাল মরিচে ক্যাপসাইসিন (capsaicin) এক ধরনের পদার্থ থাকে যা মস্তিষ্কে ভুল তথ্য পাঠায় যে আপনার জিহ্বা পুড়ে গেছে, আসলে আর কিছু না,
.
প্রতিনিয়ত আমাদের মস্তিষ্ক এমন ধরনের ভুলের শিকার হচ্ছে, শিকার হচ্ছে ভুল অনুভূতির, দিন শেষে দেখবেন কারো কারো অভিনয়ে ক্যাপসাইসিন আছে, খুব তীব্র ক্যাপসাইসিন, ওরা এমন এমন কাজ করতে পারে যে আপনার মস্তিষ্ক আপনাকে ভুল ধারণা দিবে, সময়ের সাথে সাথে যখন ক্যাপসাইসিন উবে যাবে তখন বুজতে পারবেন, দিন শেষে সবাই একা, নিজেই নিজের সবচেয়ে আপন, বাকী সব অভিনয় আর আবেগের খেলা,

.
আবেগের তাড়নায় একটা মানুষ তার সারা জীবনের অর্জিত সম্পত্তি মূহূর্তে আপনাকে দিয়ে দিতে পারবে, কিন্তু যখন আবেগ শেষ, আপনি অনেক বেশী কষ্টে থেকে হাত পাতলেও ফিরে তাকাবে না, আপনার বর্তমান অবস্থানের জন্য ভৎসনা করবে,
.

হুমায়ুন আহমদের হোটেল গ্রেভারেইনে মে বি পড়েছিলাম তার প্রথম স্ত্রী'র ভালবাসার কথা, হুমায়ুন আহমেদ তখন বাহিরে থাকতেন, একদিন ভালবাসার টানে প্লেনের টিকেট করে ঠিকই হুমায়ুন আহমদের কাছে চলে গেছিলেন তার প্রথম স্ত্রী, সেই গুলজার একদিন এত পাল্টে গেলেন যে, হুমায়ুন আহমেদ দ্বিতীয় বিয়ে করতে উদ্বেগী হলেন, বাস্তবতা সময় মানুষকে অনেক বেশী উল্টে পাল্টে দেয়, শুষে নেই আবেগ,

.
জীবনে এমন কিছু বন্ধু ছিল যাদের সাথে দিনের পর দিন কাটিয়েছি, অসময়ে মনে হলো ভুল ক্যাপসাইসিন সবি,

.
জীবন বুজতে হলে আপনাকে খালি পকেটে অথবা সবার সাথে বিচ্ছিন্ন হয়ে কিছু দিন থাকতে হবে, বিল গেটস একটি কথা বলেছিলেন, 'যখন তোমার কাছে টাকা থাকবে না, পৃথিবী ভুলে যাবে তুমি কে, আর যখন তোমার কাছে অডেল টাকা হবে তুমি ভুলে যাবে পৃথিবী কে ৷' ঐ যে বললাম মরিচের ক্যাপসাইসিনের কথা, ওই উপাদানটা মানিব্যাগে ও থাকে বলে আমার বিশ্বাস,

.
আজ আপনার কথায় হাজরো দুধের মাছি ঘুরঘুর করে আপনিও নিজেকে একটা কিছু ভাবতেছেন, ভুল, ক্যাপসাইসিন উবে গেলে আপনি দেখবেন, কেউ নেই, তেমনি একটি সুন্দর মেয়ের পিছনে অনেক ছেলে ঘুরঘুর করে, পার্টের সীমা নাই, এগুলো আপনার মস্তিষ্কের ভুল ধারণা, সবি উবে যাবে, এখানে ক্যাপসাইসিন হিসেবে কাজ করছে আপনার সৌন্দর্য যা মরিচের ক্যাপসাইসিনের মত ক্ষণস্থায়ী....!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

বিদ্রোহী সিপাহী বলেছেন: ক্যাপসাইসিন মস্তিস্ক থেকে দূর করা যায় না?
বেশ মজা পেলাম ভাই

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০

আবদুর রব শরীফ বলেছেন: ক্যা

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০

আবদুর রব শরীফ বলেছেন: ক্যাপসাইসিনের অনভূতি অতো খারাপ না ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.