নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়
.
-সে জানে না এখনো, তার কিউট ছবি লক্ষ লাইক ছাড়িয়ে গেছে
-জন্মেই সে প্রিন্সেস উপাধি পেয়ে বসে আছে নিজের অগোচরে
-তাকে নিয়ে মুখরিত হাজারো জনতা মিষ্টি মুখ করে যাচ্ছে
.
আজ আরো একটি শিশু জন্মগ্রহণ করেছিল
.
-কেউ তার নাম জানে না
-বাবার পরিচয় জানে না
-মায়ের কোলে সে অধরা
.
আমি দুটি শিশুর নাম দিলাম 'নিয়তি'
.
জন্মেই পার্থক্য হয়ে যায় জীবন, ভূল করে যদি সে আজ অদল বদল হয়ে জন্ম নিতো সে ও ভাগ্যবতী হতো
.
দুই বেলা দুমুঠো অন্নের জন্য আজ থেকে এক 'নিয়তি' লড়ে যাবে, আরেক 'নিয়তি' পেয়ে যাবে
.
দুইজন দুই পরিবেশে বড় হতে থাকবে, জীবন যুদ্ধে নামবে, যুদ্ধের ময়দানে একজনের জন্য সোয়ান ফোমের মাঠ, আরেকজনের জন্য সদ্য চাষাবাদ কৃত এব্রো থেব্রো মাঠ প্রস্তুত থাকবে
.
দুই 'নিয়তি' এগিয়ে যাও, অনেকদূর এগিয়ে যাবে তোমরা সেই প্রত্যাশা করি
.
অধরা 'নিয়তি' তুমি ভয় পেয়ো না, প্রকৃতি তোমাকে অনেক কিছু না দিয়ে অনেক কিছু শিখিয়ে দিবে, সেগুলোকে অস্ত্র মনে করে আকড়ে ধরে তুমি লড়ে যাবে মনে রাখবে মাটিতে পড়তে পড়তে লোহা হয় শরীল ফোমে পড়লে জাস্ট সুখ হয়,
.
সুখ দিয়ে জীবন চলে লড়াই করা যায় না, করলে ও টিকে থাকা যায় না মহাকালে
.
তুমি বিশ্বাস রেখো নিয়তি ভাগ্য তোমার প্রতি অবিচার করে নি বরং সুবিচার করেছে, কিছু অমূল্য নোনা অনুভূতি সোনার চামচ মুখে দেওয়া নিয়তি পাবে না কখনো
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যযোগ করলাম
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩
অবনি মণি বলেছেন: আমি দুটি শিশুর নাম দিলাম 'নিয়তি'
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
আবদুর রব শরীফ বলেছেন: নিয়তিরা সুখে থাক !
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৫
মুহাম্মদ তৌহিদ বলেছেন: +++
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
আবদুর রব শরীফ বলেছেন: কৃতঙ্গতা
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭
বঙ্গমিত্র সিএইচটি বলেছেন: বুঝার আছে অনেক!