নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মাটি খুড়ে বের হবে কাব্য ভালবাসার সহস্র গুণ বৃদ্ধি নিয়ে

০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

একসাথে এতো কদম ফেলেছি বলে কি একটি কদম ও অবশিষ্ট নেই,
.
হাজারো অশ্রু হারিয়ে গেছে বলে কি আজ সেই মন খারাপও নেই,
.
তবে নেই কেনো আজ ভালবাসার বিষ্পোরণ বোমার চিহ্ন ও নেই,
.
.
.
যে মাটিতে তার অস্তিত্বের বিনাশ সে ও আজ নেই, কেন নেই? সেই প্রশ্নের উওর ও নেই?
.
.
.
কে বলেছে নেই? প্রতিটি বিন্দু ভালবাসা আমি ফিরিয়ে দিবো সে পূর্ণ হোক সুদে-আসলে
.
আমাদের এতো বেশী ভালবাসা হবে একদিন পৃথিবীর আকাশ বাতাস পূর্ণ করে দিবো লালে নীলে
.
আমি তো নেই বলেছিলাম, তবে কেনো বলবো না, বলার জন্যই তো এসেছি তুমি শুনবে বলে
.
জানি একদিন দেয়ালের কাল্পনিক কান খুড়ে তুমি শুনবে ভাববে আবার ও আগের মত ভালবাসবে
.
সেদিন কোন এক সন্ধ্যা বেলায় মাটি খুড়ে তোমার ছায়া হয়ে থাকবো দেখো! তুমি আমায় রেখো মনে

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার , এক রাশ ভাল লাগা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

আবদুর রব শরীফ বলেছেন: একরাশ কৃতঙ্গতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.