নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
যখন যারে ধরছি বেঁধে রাখছিলাম কোলে
সে যে মোরে ছাইড়া গেছে ঐ রশি খুলে
টোপ ফেলে বড়শি মেরে নিয়ে যায় তুলে
ক্রেডিট কার্ডে সে লুকায় আর আমি ভুলে
.
.
কাটিয়ে এক ক্লান্ত দুপুর রাত আসে নেমে
তাকে ঘিরে ভাবনাগুলো সব যায় থেমে
ভালবাসা আটকে আছে হৃদয়ের টানে
তুমি কেন ভাইসা গেলা সেটা না নিয়ে
.
.
আমি শুইয়া আছি কোলবালিশের বলে
ছাইড়া দিলে বুকটা আরো বেশী জ্বলে
আমি নই রে তুমি যে আছো বরং সুখে
আমায় ছেড়ে মুখ লুকিয়ে তাহার বুকে
.
.
তোমায় কাল ভুইল্লা ছিলাম এক সখিনার মনে
প্রথম দিনে আমার সাথে চইল্লা যেতে চায় বনে
তুমিই বলো কেমন করে মেনে নিই তার সনে
চোখ টিপ মেরে চলে সে সরকারি মন খুলে
.
.
সাপের মত বেণি বাঁধে ভয় পেয়েছি ক্ষণে
ওড়না খুইল্লা পইড়া থাকে দেখলে জনে
চোখের ভাষায় কথা বলে যেন মুখাভিনয়
যত ভালবাসা সব তার দিলে কেমনে সয়
.
.
আমার কেন একা লাগে সুন্দরী যায় খুজে
খোসা ছিড়ে বাদাম দিতাম যে তার মুখে
সেলফি তুলে দিতাম তোমায় ছবি ট্যাগ
হেসে কুটিকুটি হতাম তব মন খেলে চ্যাক
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫১
আবদুর রব শরীফ বলেছেন: কবরের পুরো উল্টো হাহা
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
বাক স্বাধীনতা বলেছেন: হবে না।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫২
আবদুর রব শরীফ বলেছেন: হবে একদিন ঠিক হবে
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৫
অমিত অমি বলেছেন: আমি মর্মার্থর কথা না, ছন্দের কথা বলেছিলাম।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৪
আবদুর রব শরীফ বলেছেন: এটি একটি রম্য কবিতা
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
অমিত অমি বলেছেন: "কবর" "কবর" গন্ধ পাচ্ছি।