নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হৃদয় খুইল্লা দেখতে পারো সেথাই ক্রিকেট !

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

হৃদয়ে ক্ষুর চাকু মেরে লিখে দিলাম দেশ
পিনকি দিয়ে রক্ত পরে ভালবাসি ক্রিকেট
লাফাইতে গিয়ে দেখি ভাইঙ্গা গেছে খাট
পাশে বসা বউ দেখি মারলো একটা থ্রেট
.
না জানি বইসা করে কার সাথে এত চ্যাট
সিরিয়াল না দেখে আমি নাক সেই ক্ষেত
চা দিবেইই না নিয়ে আসছে কেরাত বেত
কিছু কমু না আজ চো চো করছে যে পেট
.
হঠাৎ করে গেল কারেন্ট বুক করে দুরফুর
পাল্টে গেল এখন আমার ভান ধরা সুর
রিমোট উপরে তুলে দিলাম তারে আচার
খুইল্লা গেল জোড়া দেওয়া তার সকল দ্বার
.
হঠাৎৎ বিদ্যুৎ এলো দিতে লাগলাম ভ্যাট
টিভির সুইচ টিপ্পা দেখি হয়ে আছে টাইট
কেনরে করতে গেলাম হুদাই একটা ফাইট
মাথা ঠান্ডা রাখলে সেটাই যে হতো রাইট
.
বউ আমার নিয়ে আসছে গুমোট মুখে চা
পাশের প্লাটে যে চিল্লাচিল্লি বুকে লাগে ঘা
সেখানে যাওয়া নিষেধ বউযে সেই সুন্দরী
পুনঃপুন চলতে লাগলো ওভার বাউন্ডারি
.
জানি না জিতবে নাকি সে আমার স্বদেশ
লেইট্টা মেরে শুইয়া আছি, জীবন যে শেষ
হঠাৎ করে বউয়ের মুখে এট্টু হাসির রেশ
ভাঙ্গা রিমোট যে চালু খেলা দেখছি বেশ ৷

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

বাংলার ফেসবুক বলেছেন: না জানি বইসা করে কার সাথে এত চ্যাট
সিরিয়াল না দেখে আমি নাক সেই ক্ষেত @ নাইচ পোষ্ট ভাললাগছে।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

আবদুর রব শরীফ বলেছেন: কৃতঙ্গতা রেখে গেলুম #)

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

বাক স্বাধীনতা বলেছেন: হবে না।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

আবদুর রব শরীফ বলেছেন: কি হবে না ভাই ?

৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২১

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে দিয়ে ছড়া কবিতা এইসব হবে না।

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

আবদুর রব শরীফ বলেছেন: তা আমিও জানি , যদি চেষ্টা করতে করতে কখনো হয় তাই লিখে যাওয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.