নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
নীল বলো কে সেই মেয়ে তোমাকে ছেড়ে চলে যায় ! একবার পেলে তার চুল ছিড়ে ফেলতাম, এতো কিউট ছেলের চুল ছিড়বে কার সাহস!
.
সেদিন থেকে একটি একটি করে চুল ছিড়তে লাগল নীলা ওয়ান
.
যার চুল ছিড়ার কথা ছিল সেই মেয়েটির চুল তরতর করে বাড়তে লাগলো, এদিকে প্রতি ভুলের মাশুল দিতে লাগলো এক একটি চুল
.
বছর যায় বছর আসে একটি গজানোর আগে দুইটি ছিড়ে চলছে নীলা, প্রতিটি কষ্ট মাখা এক একটি চুল
.
অবশেষে টাক হয়ে গেল নীল, টাকার ভীড়ে টাক ঢেকে গেল, কেউ একজন আবার নীলের চুল ছিড়তে চায়, না পেয়ে টাকা ছিড়ে চলে নীলা টু
.
ছিড়তেই হবে! যদি না থাকে কোন কিছু তবে 'নীলা টু' কি করবে তুমি?
'আমি চলে যাবো নীল আর তুমি কবি হবে, কবিতায় খুজতে থাকবে আমায়, কবিতা খেয়ে বেঁচে থাকবে ৷'
.
নীল আজ কবি হয়ে গেছে, নীলা কবিতা, ছিন্ন বিছিন্ন হয়ে যাচ্ছে নীলা, কবিতার স্তূপে নীলা ও হারিয়ে গেছে
.
কে আবার চুল না ছিড়ে কবিতা ছিড়তে আসছে নিয়ে শত গুচ্ছ চুল !?
.
তোমার চুল গুলো কবিতার মত সুন্দর নীলা থ্রি, আচ্ছা নীলা! চুল নিয়ে আমার কোন কবিতা নেয় কেন?
.
তোমার থাকতে হবে না নীল! জীবনানন্দ দাশের আছে, 'চুল তার কবেকার অন্ধকার.......বনলতা সেন! '
.
আমার আগে ও তুমি কবিতার প্রেমে পড়েছ!? যাও আমি ও বলে দিলাম সুকান্তের মত, 'কবিতাকে দিলাম ছুটি! '
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১
আবদুর রব শরীফ বলেছেন: কৃতঙ্গতা রেখে গেলুম ৷
২| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮
দেবজ্যোতিকাজল বলেছেন: যদি কবিতা হয় ,তবে অতিআধুনিক কবিতা । তবে একটু অলংকার দিলে গভীরতা বাড়ত
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ মূল্যবান কমেন্ট দেওয়ার জন্য !
৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
রক্তিম দিগন্ত বলেছেন: লেখাটা ভিন্ন মাপের। ভাল লাগলো।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৩
আবদুর রব শরীফ বলেছেন: কৃতঙ্গতা রেখে গেলুম ৷
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৬
কিরমানী লিটন বলেছেন: চমৎকার- ভিন্ন মাত্রার লিখা- শুভকামনা রইলো অনেক...