নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ফাইনাল ম্যাচ, শেষ মুহূর্তে এক বলে ছয় রান দরকার, ব্যাটসম্যান জোরে হিট করলো, বল আকাশে ভেসে গেল তারপর পড়ছে তো পড়ছে....ঠিক শেষ সীমানায় ফিল্ডার আকাশের দিকে তাকিয়ে বল তালু বন্ধি করবে ভেবে টেনশনে ঘামছে ! ক্যাচ মিস করলেই তার যে কি হবে! আজকে! ভেবে হার্ট অনন্ত জলিলের হার্টের মত বাহির হয়ে যেতে চাচ্ছে !
.
পৃথিবীর সব চেয়ে অসহায় মনে হচ্ছে তাকে ! সত্যি অসহায় ! মনে হচ্ছে পৃথিবীর সমস্ত বোঝা তার কাধে !
.
অবশেষে ক্যাচটি তালু বন্দি করতে পারলো সে, তারপর মুহূর্তে অতীত ভুলে ব্যাটসম্যানকে মা বোন তুলে গালি দিয়ে আনন্দ উল্লাস করতে থাকলো ! ইয়ু হেভ টু বুজতে হবে কিছু কিছু লেনজা যত চুঙ্গায় ঢুকানো হোক না কেন বাঁকায় থাকে বের হলে, প্রকৃত খেলোয়ার তার তাদের মধ্যে এখানে পার্থক্য 'তারা অতীত ভুলে যায় ৷'
.
সমাজে ও অতীত ভুলে যাওয়া কিছু মানুষ দেখা যায়, যারা হঠাৎ কিছু পেয়ে গেলে এমন ভাব যে পা'য়ের নিচে যে মাটি আছে তা ও ভুলে যায় !
.
এখানে লিপিবদ্ধ হয়ে যায় ইতিহাস, সময়ের খেলায় তারা হয়ে যায় নর্দমার কীট ! নাম মাত্র আনুষ্ঠানিকতা ছাড়া সেই ভাব ওয়ালাদের সাথে কেউ মিশতে চায় না, একদিন মুচি ও তাদের দেখে নাক সিঁটকায় কারণ সে বড় হয়েছে বড় মানুষ হতে পারে নি ! তাদের ধ্বংস অনিবার্য ! যে গাছ বেশী ফল দেয় সে গাছ বিনয়ে নুয়ে পড়ে, গর্বে মাথা উচু করার তার সুযোগ থাকে না কিন্তু অন্যরা তাকে মাথায় তুলে নাচে কারণ সে ডিজার্ব করে এটি....!
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫
আবদুর রব শরীফ বলেছেন: এমন মানুষদের সংখ্যা নেহাত কম নয় #(
২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪
একুশে২১ বলেছেন: বড়ই সত্য বলেছেন
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৬
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইজান
৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮
গেম চেঞ্জার বলেছেন: উপদেশটা ভীষণ ভারী। বহন করা ঠিক কষ্টসাধ্য.....।
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬
আবদুর রব শরীফ বলেছেন: কষ্টসাধ্য তা ঠিক, কষ্ট/চেষ্টা তো করা যায় ৷
৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫
প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: ছয় রান দরকার, ক্যাচ উপরে উঠেছে তো- মিস করলেও দল জিত তো.. বল তো আর বাইরে যাচ্ছে না
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
আবদুর রব শরীফ বলেছেন: হাতে বল লেগে বাউন্ডারির বাহিরে ও পড়তে পারত....!
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২
বাংলার ফেসবুক বলেছেন: সমাজে ও অতীত ভুলে যাওয়া কিছু মানুষ দেখা যায়, যারা হঠাৎ কিছু পেয়ে গেলে এমন ভাব যে পা'য়ের নিচে যে মাটি আছে তা ও ভুলে যায় ! সঠিক কথা কাইছেন ভাই।