নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
দোস্ত তারপর...
-মেয়েটা আমার হাত ধরছে তো ধরছে আর ছাড়ে না
.
তারপর তুই কি করলি
-শুন তাইলে, কর্দমাক্ত আকাশ, বৃষ্টি ভেজা মাটি, হাউ রোমান্টিক....(মনে মনে, যদিও মেয়েটি থাপ্পড় মেরেছিল)
.
তারপর! তারপর! প্লিজ দোস্ত বলনা, আমি তোর বেস্ট ফ্রেন্ড না?!
.
অতঃপর ছেলেটি ইনিয়ে বিনিয়ে বানিয়ে টানিয়ে কেনিয়ে রিনিয়ে গল্প বলতে লাগল
.
বন্ধু বলে কথা, বন্ধুর এমন হাস্যমুখ আগ্রহী মনোভাব তো পরীক্ষার হলেও দেখা যায় না এমনকি নকল সাপ্লাইয়ের সময় ও
.
চান্স মিস করা যায় না, বন্ধুর পাত্তা পাগলেও চায়
.
গালিব ভাই কোথায় যেন পড়েছিল তা থেকে আমি ও জেনেছিনু, 'লেখকরা বানিয়ে বানিয়ে গল্প লেখে, পাঠক তা জেনেও রিনিয়ে রিনিয়ে পড়ে ৷'
.
সাল্লু ভাই বিয়ে না করলে ও তার রসায়নে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়া মেয়ের সংখ্যা নেহাত কম নই
.
সেদিকে যাবো না, একদিন দুই বন্ধুর মধ্যে জগড়া হয়, তা ও একটি মেয়ে নিয়ে
.
গল্প শুনা বন্ধুটি সহজেই বলেই ফেলে ,'আগেই জানতাম তুই একটা লুইচ্চা ৷'
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫০
আবদুর রব শরীফ বলেছেন: আসলে কিছু ব্যপারগুলো এমনি
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৫
চাঁদগাজী বলেছেন:
ছোট, কিন্ত প্রকাশের স্টাইল ভালো।
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৮
আবদুর রব শরীফ বলেছেন: গালিব ভাই কোথায় যেন পড়েছিল তা থেকে আমি ও জেনেছিনু, 'লেখকরা বানিয়ে বানিয়ে গল্প লেখে, পাঠক তা জেনেও রিনিয়ে রিনিয়ে পড়ে ৷' ছোট ছোট গুঃখ কথা
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬
ঢাকাবাসী বলেছেন: বুঝি নাই নাকি?