নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

২০১৪ পেরিয়ে ২১৪ রানের হার হতেই পারে!

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯

এক কথায় প্রকাশঃ
অহংকার পতনের মূল= ইন্ডিয়া
.
তাদের জন্মগত একটি বিশ্বাস, সূর্য পশ্চিম দিকে উঠলে ও নাকি ইন্ডিয়া হারতে পারবো না কোনদিন
.
ইন্ডিয়া সাপোর্টারদের আমি 'আশিকি টু' না দেখে 'দীপু নাম্বার টু' দেখার জন্য সাজেস্ট করি কিছু শিখতে পারবেন
.
'হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে ৷'
.
২০১৪ সালে পেরিয়ে গেলে ও যে কেউ ২১৪ রানে হারতেই পারে, হারাটা দোষের কিছু না
.
হারা ফোঁড়া হিসেবে দেখা দেয় যখন বাড়িতে আগুন জ্বলে, কুশপত্তলিকা দাহ হয়, যাকে গতকাল মাথায় তুলে নেচেছিলেন আজ থু থু মারেন
.
মাঝে মাঝে আমাদের বাংলাদেশী কিছু সাপোর্টারদের এমন রোগে পড়তে দেখা যায়
.
খেলাকে খেলা হিসেবে দেখা দরকার, হার জিত থাকে বলেই খেলা দেখে কেটে যায় বেলা
.
কেমন হতো যদি, 'বিচার মানি কিন্তু তালগাছ আমার ৷' 'খেলতে রাজি কিন্তু ট্রপি মাগার আমার আগেই কইয়া রাখছি ৷'
.
যেমনটা হয়েছিল বিশ্বকাপে আমাদের সাথে
.
ডিয়ার ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল(আইসিসি), "রাজার ছেলে হলেও কষ্ট করে গ্রামার শিখতে হয় ৷"
.
ইন্ডিয়া ও একদিন ক্রিকেট শিখে নিজেকে প্রমাণ করতে শিখবে সেই প্রত্যাশা করছি ৷ বাবার হাত ধরে কি চিরদিন হাটা যায়!?

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইন্ডিয়া ও একদিন ক্রিকেট শিখে নিজেকে প্রমাণ করতে শিখবে সেই প্রত্যাশা করছি ৷ বাবার হাত ধরে কি চিরদিন হাটা যায়!?
কেয়া বাত হ্যায়..........

২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৭

আবদুর রব শরীফ বলেছেন: ডিয়ার ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল(আইসিসি), "রাজার ছেলে হলেও কষ্ট করে গ্রামার শিখতে হয় ৷"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.