নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

\'বউ পালিয়ে গেছে..!\'

২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০

একমাত্র মোশারফ করিম বউয়ের জন্য কাঁদে বাকী সব গার্লফ্রেন্ডের জন্য
.
কান্নার জন্য আবেগ লাগে, 'আবেগে কাইন্দালাইছিরে' এই কারণে কি আবেগ শব্দটি যোগ করেছে স্ক্রিপ রাইটার?
.
বাস্তবতার কষাঘাতে আবেগ লুকিয়ে/পুরিয়ে/চলিয়ে যায়
.
রাস্তা দিয়ে হেটে যাচ্ছি...
.
এক আবসর প্রাপ্ত বৃদ্ধ লোক বিড়বিড় করে বলছে, "সারা জীবন বাজারের থৈলা(ব্যাগ) টেনে বেড়ালাম ৷"
.
এতকিছুর কষ্ট হয়ত লাগব হয়ে যেত, যদি একটু হাসিমুখে মহেশখালীর পান মুখে পুরে দিয়ে বউ বলত,
" মরিচ আনতে ভুলে গিয়েছ তো কি হয়েছে সামনের বাজার বারে মনে করে নিয়ে আসিও ৷"
.
এটা ওটা সেটা'র মাঝে হারিয়ে গেছি আমরা
.
প্রিয়জনের মুখে হাসি ফুটানোর জন্য আমরা গাড়ি বাড়ি শাড়ি কোন কিছুর বাকী রাখছি না
.
হৃদয় নিংড়ানো হাসিটি দেখবো বলে
.
সেই হাসির মাঝে চব্বিশ ক্যারেট সোনা খুজছি কিন্তু পাচ্ছি না
.
'বউ পালিয়ে গেছে মিষ্টি মিষ্টি কথা বলা ছেলেটির সাথে ৷'

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬

আরণ্যক রাখাল বলেছেন: টাইপো আছে বস, টাইপো আছে

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৭

আবদুর রব শরীফ বলেছেন: বউ পালিয়ে গেছে মিষ্টি মিষ্টি কথা বলা ছেলেটির সাথে ৷'

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮

আলমগীর তারেক বলেছেন: পেঁয়াজবুকেও পড়েছি :p

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২২

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.