নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বিয়ে করার পর বউ শুধু ঘনঘন বাপের বাড়ি যায়, সত্যি বউয়ের জন্য কোন দুঃখ না থাকলেও সব কাজ নিজে করতে হয় এটাই সমস্যা...
.
কেন যে বউ বাপের বাড়ি যায়, ধুত্তরি
.
আজ বউ বাপের বাড়ি গেছে, মনের দুঃখে তাই স্ট্যাটাস লিখছি
.
মশারি আটকালাম, বিচানা করলাম, সকালে উঠে চা নাস্তা বানাতে হবে, হাড়ি পাতিল ধৌত সাথে ঘরের টুকিটাকি কাজ, টেনশনে ঘুম আসছে না!
.
তো চিন্তা করলাম বউকে একটা ফোন করি
.
রিং ধরার সাথে সাথেই বউ তেলে বেগুনে জ্বলে উঠল, এত রাতে কেন ফোন দিয়েছ?
.
কত দিন পর বাপের বাড়ি আসছি
.
সপ্তাহ খানেকের আগে আর আসছি না, এই শোন, এটা করবে, ওটা করবে, ঘর ঘুচিয়ে রাখবে বুজছ?
.
বললাম, 'বুজেছি, তবে লক্ষী তুমি এক সপ্তাহ কেন, এক মাস বেড়িয়ে আসবে, কতদিন পরে গেছ! কোন টেনশন করবে না, এদিকটা আমি দেখছি ৷'
.
কি বেপার! তুমি না বলেছিলে দুই চার দিন থেকে চলে আসতে! এখন বলছ এক মাস থাকতে? কাহিনী কি! আমি কিছু বুজি না মনে করছ!
.
কাল সকালে চলে আসতেছি আমি, তোমাদের মত পুরুষদের আমি হাড়ে হাড়ে চিনি!
.
ফোন রেখে আমি হেসে কুটিকুটি হচ্ছি!
২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:২৭
আবদুর রব শরীফ বলেছেন: এতে সুন্দর একটা সমাধান আছে, বউ আর কোনদিন বাপের বাড়ি যাবে না ধন্যবাদ
২| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৩
জ্ঞানহীন মহাপুরুষ বলেছেন: হা হা হা। সুন্দর সমাধান
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৪
আবদুর রব শরীফ বলেছেন: আমি মনে করি মেয়েদের ক্ষেত্রে উল্টো থিওরি খুব কার্যকর ৷
৩| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪১
শূণ্য মাত্রিক বলেছেন: আচ্ছা ভাই,,,, ভাবি কি ব্যাপারে সন্দেহ করেছিল খোলাসা করা যায় ??? চ্রম কৌতুহল হচ্ছে
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৬
আবদুর রব শরীফ বলেছেন: আমি ভাইজান বিয়ে করবো আরো চার বছর পর :p রম্যকে প্রাণবন্ত করার জন্য কল্পনা শক্তির প্রয়োগ ঘটিয়েছি জাস্ট ৷
৪| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৮
তাল পাখা বলেছেন: যত করবেন চালাকী,
পরে বুঝবেন জ্বালা কি।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৭
আবদুর রব শরীফ বলেছেন: যত করবেন চালাকী,
পরে বুঝবেন জ্বালা কি। সত্যি এমন কিছু কমেন্ট এবং লেখার জন্য ব্লগ ভাল লাগে অনেক বেশী ৷
৫| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: মনের মতো জব্ধ। আহ্ এমন বুদ্ধি!
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮
আবদুর রব শরীফ বলেছেন: এটি হচ্ছে এন্টিবায়োটিক
৬| ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
রাশেদ মহাচিন্তিত বলেছেন: শেষ দিকের টুইস্টে না হেসে পারলাম না।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০
আবদুর রব শরীফ বলেছেন: সামুতে পড়েছিলাম, মেয়েদের কাবু করতে হলে বিপরীত পথ দিয়ে এগুতে হবে, যদি বলে হ্যা ধরে নিতে হবে না হেহে
৭| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: রিভার্স গেইমে কাজ ভালই হয়েছে দেখা যাচ্ছে
++
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০
আবদুর রব শরীফ বলেছেন: রিভার্স গেইমটা মেয়েদের ক্ষেত্রে কার্যকর বটে
৮| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২
সাহসী সন্তান বলেছেন: আমিও আপনার রম্য পড়ে হেসে কুটিকুটি হচ্ছি ভাই!
শুভ কামনা জানবেন!
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১
আবদুর রব শরীফ বলেছেন: দাম্পত্য জীবনের খুনসুটিগুলো মন্দ না, যদিও আমি বিয়ে করি নি
৯| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮
তারছেড়া লিমন বলেছেন: আহা !!! বউ।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫২
আবদুর রব শরীফ বলেছেন: আহা! যার জন্য জীবনের সবকিছু হিহি
১০| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ইয়ে... এসব কী যে করেন না! বিশ্বাস হারালে কিন্তু আখেরে লস আছে
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৩
আবদুর রব শরীফ বলেছেন: নো রিস্ক নো গেইন
১১| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৯
ক্রিবিণ বলেছেন: বউ দেয় টাইট, আপনি করেন ফাইট... মিশন বউ কন্ট্রোল সাকসেসফুল...
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৭
আবদুর রব শরীফ বলেছেন: উ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানী। সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী।। বউ তবে কি আদি যুগ থেকেই এমন!
১২| ২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: আমি মনে করি মেয়েদের ক্ষেত্রে উল্টো থিওরি খুব কার্যকর ৷
মোক্ষম পন্থা,সর্বদা কার্যকরী
তাছাড়া প্রপিতে যেই কুটুকুটু চকলেট বয়,বউয়ের সন্দেহ করা ছাড়া উপায় কি?
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৩
আবদুর রব শরীফ বলেছেন: বললাম, 'বুজেছি, তবে লক্ষী তুমি এক সপ্তাহ কেন, এক মাস বেড়িয়ে আসবে, কতদিন পরে গেছ! কোন টেনশন করবে না, এদিকটা আমি দেখছি ৷' এমন হিহি
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৩
আবদুর রব শরীফ বলেছেন: বললাম, 'বুজেছি, তবে লক্ষী তুমি এক সপ্তাহ কেন, এক মাস বেড়িয়ে আসবে, কতদিন পরে গেছ! কোন টেনশন করবে না, এদিকটা আমি দেখছি ৷' এমন হিহি
১৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
ভোরের স্বপ্ন বলেছেন: সিরাম মজা পেলুম
১৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪
গেম চেঞ্জার বলেছেন: দুর মিয়া.........
এইটা তো জানি।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৪৫
প্রামানিক বলেছেন: চমৎকার রম্য।