নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মেনে নেওয়া কি মনে নেওয়া?

১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১

দেশের প্রধানমন্ত্রী হতে তো তিনটা/চারটা ফাস্ট ক্লাস লাগে না,
.
বিরোধি দলের নেত্রী হতে তো কিছুই লাগেনা
.
কোন দিন এমপিদের নমিনেশন দেওয়ার সময় বলেছিলেন, চারটা ফাস্ট ক্লাস চাই
.
কখনো তো বলেননি ,
রাষ্ট্রপতি নিয়োগে জিপিএ ফোর আউট ৩.৭৫
.
স্পিকার নিয়োগে ৩.৫০ নূন্যতম যোগ্যতা
.
কখনও তো এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, চেয়ারম্যান, মেম্বারসহ যারা আছে তাদের পরীক্ষা নিতে শুনি না, শুনি নি!
.
তাদের অধীনে চাকরি করা আমলাদের শুধু পরীক্ষার কষাঘাতে পিষ্ট হতে হয়
.
মাননীয় জানেন!
কত কবি হারিয়ে গেছে কবির নাম/জন্ম-মৃত্যু সাল/সৃষ্টির সংখ্যা মুখস্ত করতে করতে?
.
টেনশনে কত বিলিয়ন চুল পাকনা ধরে কত শিল্পীমন হারিয়ে গেছে?
.
হারিয়ে গেছে কত প্রেমিক-প্রেমিকার পুষ্পটিত আবেগ
.
বাবারা প্রিয় সন্তানদের কত অসংখ্য গালি দিতে হয়েছে ?
.
তিলে তিলে ইংরেজী পড়া ছেলেটির বিশ বছর নষ্ট করে তাকে ব্যাংকের কেরানী বানিয়েছেন!
.
বিশ্বাস করুণ, বইয়ের ভারে আমাদের মেরুদন্ড বেঁকে গেছে কিন্তু বিবেক উদ্বেলিত হয়নি!
.
শিক্ষা হলো বাচ্চাদের ঔষুধ খাওয়ানোর মত, কৌশলে দিতে হয়, জোর করে দিলে হজম নয় কেবলি পরীক্ষার হলে বমি হয়!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৭

বর্নিল বলেছেন: সত্যি কথা।আপনার মেরুদণ্ড বেঁকে গেছে বলেই এই লেখাটা কীবোর্ডে এসেছে।নয়ত আসত না।

১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

আবদুর রব শরীফ বলেছেন: শিক্ষা হলো বাচ্চাদের ঔষুধ খাওয়ানোর মত, কৌশলে দিতে হয়, জোর করে দিলে হজম নয় কেবলি পরীক্ষার হলে বমি হয়! ধন্যবাদ ভাইজান ৷

২| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৬

গেম চেঞ্জার বলেছেন: বিশ্বাস করুণ, বইয়ের ভারে আমাদের মেরুদন্ড বেঁকে গেছে কিন্তু বিবেক উদ্বেলিত হয়নি!


খুব ভাল, খুব ভাল বলেছেন।

১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

আবদুর রব শরীফ বলেছেন: তিলে তিলে ইংরেজী পড়া ছেলেটির বিশ বছর নষ্ট করে তাকে ব্যাংকের কেরানী বানিয়েছেন!

৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

আবদুর রব শরীফ বলেছেন: মাছকে গাছে উঠানো শিখাতে গিয়ে কত স্বপ্ন স্বপ্নই থেকে যায় তার কি ইয়ত্তা আছে?

৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখাপড়া করে যে,
গাড়িঘোড়া চড়ে সে!

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১২

আবদুর রব শরীফ বলেছেন: গাড়ি ঘোড়ায় তো এখন সকলি চলে :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.