নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

যতই ভুলিবে ততই বলিবে!

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:২১

মেয়েটি এত সুন্দর কেন! তা ভেবে ভেবে বালকটির ঘুম হারাম
.
সে কি আসলে সুন্দর! তা ভাবতে ভাবতে বালিকার ঘুম হারাম
.
সুন্দরীরা সারা জীবন নাকি এই একটি প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায়
.
সে কতটা সুন্দর!
.
হাজার বার শুনার পর ও সে বার বার ভুলে যায়
.
কে যেন বলেছিল, পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল এবং বখাটে বস্তু হলো কাঁচের আয়না
.
রাতের বেলা আয়না দেখতে নেই! খাওয়ার সময় আয়না দেখতে নেই!
.
এসব প্রবাদ কেন সৃষ্টি হয়েছিল তার আগে দুইটি প্রবাদ সৃষ্টির ইতিহাস বলি
.
-বালিশে বসলে বালিশ ফেটে যেতে পারে তা থেকে সৃষ্টি হয়েছিল একটি প্রবাদ
-দরজার চৌকাঠে বসলে আসা যাওয়ার সমস্যা হতে পারে তা থেকে আরেকটি প্রবাদ
.
শুধু কবিরা চুপ থাকতে পারে না, 'তোমার চুল বাঁধা দেখতে দেখতে, ভাঙ্গলো কাঁচের আয়না ৷'
.
ঐ যে বলছিলাম ছেলেটির কথা, 'সে এখন কবি ৷'
ঐ যে মেয়েটির কথা বলছিলাম,' সে আজ কবিতা ৷'
.
"প্রতিদিন কবিতায় মেয়েটির রূপের বর্ণনা করতে করতে তারা আজ প্রেমিক প্রেমিকা ! "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.