নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

\'কেউ না জানুক কার কারণে, কেউ না জানুক কার স্মরণে, মন পিছুটানেএএ...! \'

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৪

গানটি শুনতে অনুরোধ করেছেন চট্টগ্রাম থেকে বাধন, রূপম, সুমন, ঢাকা থেকে জুই কুমিল্লা থেকে ইমরান, সাদেক
.
'অনুরোধের আসর' দেখার জন্য পুরো বাংলাদেশ টিভির সামনে বসে থাকত, কান গুজিয়ে রাখতো রেডিওতে
.
সমাজের বৃত্তবানদের গান শুনার জন্য ক্যাসেট প্লেয়ার ছিল, আমাদের ছিল সেলামির টাকা জমিয়ে কেনা ওয়াক ম্যান, বারবার ফিতা আটকে যেত,
.
থু থু দিয়ে তুলো ভিজিয়ে হেড পরিস্কার করতাম
.
সবার কাছে সোলসের 'আজ দিন কাটুক গানে' ক্যাসেটটি ছিল
.
'কেউ না জানুক কার কারণে, কেউ না জানুক কার স্মরণে, মন পিছুটানেএএএ' বলে শিল্পী যখন টান দিত কলিজা চ্যাত করে উঠত মাইরি
.
ব্যাটারি কিনতে কিনতে ফকির হয়ে যেতাম গানগুলো শুনার জন্য
.
গান শুনে ব্যাটারি খুলে মাটিতে রাখতাম
.
প্যান্টের বেল্টে ওয়াক ম্যান গুজে রেখে
.
হিরো হিরো ভাব নিয়ে হাটতাম
.
আরে শালার, লাইফ টাই বিন্দাস ছিল!!
.
অল্প পানি পান করা যায়, বেশী পানিতে ডুবে মরতে হয়
.
আজ সব কিছু হাতের নাগালে এত বেশী বেশী যে কোন কিছুই আর আগের মত স্বাদ লাগে না !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৮

নাবিক সিনবাদ বলেছেন: হুম ঠিক

১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

আবদুর রব শরীফ বলেছেন: অল্প পানি পান করা যায়, বেশী পানিতে ডুবে মরতে হয়.. ধন্যবাদ :)

২| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

বিপরীত বাক বলেছেন: রোদ জ্বলা কোন এক নির্জন দুপুরে,,

পলাতক প্রেম এসে বলল হঠাৎ করে।

নষ্ট অতীত কে জানাও বিদায়,,, রেখো না মনে। ।

অাজ দিন কাটুক গানে।।।।।।।।।।।।।।।।।।।।।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪২

আবদুর রব শরীফ বলেছেন: ভাই নস্টালজিক হয়ে গেলাম গো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.