নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তুমি কি সেই আগের মতইই আছো?

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৭

সেদিন নীলের যুক্তি খন্ডিত হয়েছিল কিন্তু মুক্তি মেলেনি, অনুক্ত কথাটি উক্ত করে হৃদয় খুড়ে সেদিন যে বক্তব্য এসেছিল তা নীলার কাছে অকথ্য ছিল
.
গোধূলি নামার পর পূর্বরাত্র পেরিয়ে যখন মহানিশা হয়ে পররাত্র পর্যন্ত নীলা অদৃশ্য ছায়া হয়ে ভর করতো তখন নীল নীলাকেই ভালবাসত,
.
সেদিনের বালখিল্য ভালবাসাটি আজ নীলা ফিরে পেতে চাইলেও ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কষ্টের দামে তা বিক্রী করে দিয়েছে নীল,
.
নীলা'র জায়গায় বসবাস করছে সে অন্য এক নারী, কষ্টের দামে সে কিনে নিয়েছে নীলার স্বপ্নে বিভোর হয়ে তিলে তিলে ঘরে তোলা সেই বাড়ি, সেখানে আজ ভালবাসা খেলা করে
.
সময়ে সব কিছু পাল্টে যায়, এমনকি নদীর স্রোত, আকাশের রং, বাতাসের গতিবেগ,হাসির ধরন,কন্ঠের টোন,জামার কালার,ভালবাসার ব্যানার তবে মন পাল্টাবে না কেন?
.
তোমরা বলো! ভালবাসা পাল্টে যায় না!
.
ভালবাসাও পাল্টায়, হয়তো পাল্টে আরো গভীর হয়,
নতুবা...
আরো বেশী ফ্যাকাশে,ফিকে,ধূসর,মলিন হয়ে যায়
.
সব কিছু পাল্টে বদলে যায়, কোন কিছুই আগের মত থাকে না, সত্যি থাকে না !
.
নীলা তবে কি তুমি আগের মতই আছো?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.