নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মেয়েরা ভাবে,
আমিতো মনে হয় বিশ্ব সুন্দরী, ওম্মা! এতগুলো ছেলে আমার জন্য মজনু!
.
ছেলেরা ভাবে,
চান্স একটা লইয়া লই, পরে আস্তে করে কাইট্টা পরমু নে!
.
ছেলেরা ভালো করেই জানে মেয়েদের উইক পয়েন্টগুলো
.
-প্রশংসা করলে কাইত হয়ে পড়া
-তুমিইইই জান প্রথম প্রেম
-সত্যি! স্টুডেন্ট অব দি ইয়ারে তোমাকে না নিয়ে কেন যে আলিয়া বাট'কে নিল! আমি ভেবে ভেবে দিশেহারা!
-তুমি না সেইইইইইইই.......!
.
মেয়েরাও জানে ছেলেদের উইক পয়েন্টগুলো, শুধু একটাই উইক পয়েন্ট!
-হায়(hi)
.
অতঃপর, 'আজ মনে হয় চান্স আছে! আজ মনে হয় চান্স আছে!'
.
রেডিমেট অস্ত্র, 'উপরে দ্রষ্টব্য ৷'
.
মাঝে মাঝে অবাক হয় যখন দেখি এক ছেলের একান্নটি সিমকার্ড, তার একটাই শখ 'ম্যাকিং এলবাম উইথ ডিফারেন্ট গার্লফ্রেন্ড ৷'
.
এক বন্ধু তো সমাল দিতে গিয়ে বেসামাল হয়ে ক্যারিয়ারি শেষ করলো
.
লাইফ হেল করা এমন অনেক গল্প বললে এই লেখাটি আর শেষ হবে না
.
সুতারং একটি সন্তানি যথেষ্ট, না থাকলে আরো ভাল
.
জাতির কান্ডারীদের এভাবে মুখ লুকিয়ে থাকলে চলবে না, 'তুমি যে মেয়েটির স্বপ্নে বিভোর মাইকেল জ্যাকসন সে মেয়েটির ঘুম হারাম করে প্রতি রাতে...!'
.
পৃথিবীতে দুই শ্রেণীর মানুষই দৌড়ের উপর আছে,
>কেউ অটোগ্রাফ দেওয়ার জন্য
>কেউ অটোগ্রাফ নেওয়ার জন্য ৷
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১১
আবদুর রব শরীফ বলেছেন: পৃথিবীতে দুই শ্রেণীর মানুষই দৌড়ের উপর আছে,
<কেউ অটোগ্রাফ দেওয়ার জন্য
<কেউ অটোগ্রাফ নেওয়ার জন্য ৷
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
সভ্য আজাদ বলেছেন: