নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বাংলাদেশে স্মার্ট ফোনের ভিডিও বিপ্লব চলছে, চলবে.....
.
গতকাল ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক প্রধান শহিদুল হককে বহিষ্কার করা হয়েছে, ঘুষ নেওয়ার ভিডিওটি প্রকাশ হয়ে গেলে সামাজিক যোগাযোগে ব্যাপক সমালোচিত হয়েছিল
.
শিশু জিহাদকে অত্যাচারে ভিডিওটি ও ব্যাপক বিপ্লব সৃষ্টি করছিল
.
সম্প্রতি এমনি অনেক নির্যাতন, সামাজিক অসঙ্গতি ভিডিও হয়ে স্পট লাইটে এসে নাড়িয়ে দিল বাংলাদেশকে
.
এখন কারো হাতে স্মার্ট ফোন দেখলে গর্ব হয় এটি এখন বাঙ্গালীর একটি মোক্ষম অস্ত্র, প্রতিবাদের হাতিয়ার
.
স্পাই ক্যামেরা ছড়িয়ে পড়ুক দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে, শুরু হোক শুদ্ধতার বিপ্লব, ভাল কাজে বেড়ে যাক আরো প্রযুক্তির ব্যবহার
.
তুমি বন্ধু ভিডিও আপলোড করবে শুধু বাকী কাজটা বাঙ্গালী তরুণদের, তোমার অমূল্য ভিডিও ছড়িয়ে যাবে বাংলার আনাচে কানাচে
.
তোমাকে কোন চ্যানেলের কাছ যেতে হবে না বিশ্বাস কর চ্যানেলগুলো তোমার কাছে পুষ্পমাল্য নিয়ে আসবে...সত্যি রাত পোহাবার আর মনে হয় বেশী দেরী নেই পাঞ্জেরি
.
তিউনিসিয়া বিশ্বের প্রথম রাষ্ট্র, যারা নিউ মিডিয়াকে কাজে লাগিয়ে শৃঙ্খল ভেঙেছে এবং এইত গত পরশু নোবেলও পেয়েছে, সত্যি তবে কি এর পর আমরা?
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫০
আবদুর রব শরীফ বলেছেন: তাই যেন হয়
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯
গুরুমিয়াঁ বলেছেন: হয়তোবা আমরা, তবে আমি আশাবাদী।