নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বউ নিয়ে বাজী ধরা আর নিজের জীবন নিয়ে বাজী ধরার মধ্যে পার্থক্য সূচিত হয় !

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

যুদ্ধা,এভারেস্ট অথবা ইংলিশ চ্যানেল জয় করা মানুষগুলোর সত্যি জীবনের মায়া নেই, মায়া নিয়ে সুখে থাকা যায় কিন্তু বিজয়ী হওয়া যায় না
.
.
.
আরিয়া ফ্লিমের ছলছল চোখে 'সেক্রিপায়স' ওয়ার্ডটি পুরো ফিল্মের কী ওয়ার্ড বলে মনে হয়েছিল আমার
.
আর্নেস্ট হেমিংওয়ে ওল্ড ম্যান এন্ড দি সি'র বুড়োর উপর আমার অনেক রাগ হয়েছিল এত এত ধৈর্যের পরিচয় দিয়ে মাছের কঙ্কালটি এনে সে অবলীলায় তা দান করে দিয়েছিল,
.
ইট ইজ কল্ড সেক্রিপাইস! কি অবলীলায় একটি মাকড়সা নিজেকে সেক্রিপাইস করে দিয়ে একটি খোসা হয়ে দেয়ালে ঝুলে থাকে!
.
সোনার তরী কবিতায় রবী ঠাকুর কি অপরূপ সেক্রিপাইসের কথা বলে তার শেষ লেখা'টির নামকরণ করে যেতে পারেন নি!
.
একজন জুয়ারি টাকা পয়সা এমনকি বউ নিয়ে পর্যন্ত বাজী ধরে জীবনের জন্য কিন্তু সে জীবন নিয়ে বাজী ধরে কেউ কেউ এখানে সৃষ্টি হয়ে যায় পার্থক্য
.
মানুষ জীবনের জন্য সবকিছু করতে পারে আবার খুব সামান্য একটা কিছু যদি তার মনে আন্দোলন সৃষ্টি করে তবে তার জন্য জীবনও দিয়ে দিতে পারে
.
আসলে এই গানটির তাৎপর্য অনেক, 'মোরা একটি ফুল কে বাঁচাবো বলে যুদ্ধ করি ৷'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.