নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
গত দুই তিন বছর জীবন থেকে অনেক কিছু শিখেছি, নিজের আপন দাদাসহ মারা গেছে তিনটা দাদু সহ অনেকেই, গতকাল ফুফু মারা গেল, এদিকে এক দাদার অবস্থা মুমূর্ষু প্রায়,
.
আপন মানুষগুলো এভাবে হারিয়ে যাচ্ছে, কষ্ট ঠিকরে জল বেরিয়ে আসে, নিজের দাদা যখন মারা যায় আমার ফাইনাল পরীক্ষা চলছিল, আরেক দাদা যখন মারা যায় তখন ইয়ার ক্রাশ থেকে মুক্তির লড়াই চলছিল
.
সত্যি জানাজা পড়ে এসে ইকোনোমেট্রিকস করতে হয়েছে, কারণ পরীক্ষার গ্যাপে পড়ালেখা করার অভ্যেস, কিছু কিছু গল্প লুকনো থেকে যায়
.
এমনো অনেক গল্প লুকিয়ে থাকে সবার জীবনে, একটু আগে চাচাতো ভাই সাদমানের সাথে চ্যাট করে সময় কাটাচ্ছিলাম,
.
কারো চোখে ঘুম নেয়, এই তো সেদিন তার দাদার মৃত্যু শোক বাণীটি তাকে লিখতে সহায়তা করেছিলাম, কবর কবিতার একটি লাইন আছে, "আয় গলাগলি করি, কেঁদে যদি হয় সুখ! "
.
একদিন এভাবে আমরা ও চলে যাবো, চলে যাওয়া দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, ভাবতে পারছি না, আমি আর ভাবতে ও চায় না......!
.
মন ভালো থাকলে ও নোট বুক/কী প্যাড নিয়ে বসি, মন খারাপ থাকলে ও, দুঃখ শেয়ার অথবা লিখতে না পারলে মানুষ হয়তো পাগল হয়ে যায় নয়তো বা নির্বাক!
১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
আবদুর রব শরীফ বলেছেন: আপন মানুষগুলো এভাবে হারিয়ে যাচ্ছে, কষ্ট ঠিকরে জল বেরিয়ে আসে....
২| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১০
চলন বিল বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না আলাইহে রাজিউন
১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
আবদুর রব শরীফ বলেছেন: আল্লাহ সকলকে বেহশত নসিব করুন! আমীন ৷
৩| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:১১
প্রলয়শিখা বলেছেন: শুধু তারাই না। আমি, আপনিও চলে যাব একদিন। যেতে হবে এটা নিশ্চিত তবে কবে যেতে হবে তা এখনও জানা হয়ে উঠল না।
১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
আবদুর রব শরীফ বলেছেন: একদিন এভাবে আমরা ও চলে যাবো, চলে যাওয়া দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, ভাবতে পারছি না, আমি আর ভাবতে ও চায় না......!
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৫
মানবী বলেছেন: আপনার ফুপুর আত্মার শান্তি কামনা করছি।
দাদা চলে গেছেন, আপনার পরবর্তী প্রজন্ম আসবে এক সময়, আবার এক সময় তার পরবর্তী প্রজন্ম আর বর্তমানরা তখন গত..
এই আসা যাওয়া, নতুনের স্থান করে দিতে পুরনোর প্রস্থান.. এটাই জীবন..
ভালো থাকুন।