নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ইনবক্সে উদযাপিত বাসর রাত !

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৮

প্রতিদিন কত বার্ড ডে কেক'এ নিজেকে ট্যাগ দেখি সত্যি বলছি কখন এক টুকরো বর্থডে কেক খেয়েছিনু ভুলেই গেছি!
.
বিচিত্রার খ্যাতিমান সম্পাদক শাহাদত চৌধুরী তার সহযোদ্ধাদের বলতেন- 'যদি তিন মিনিটের বেশি ফোনে কথা বলতে হয়, তবে দশ টাকা খরচ করে রিকশা করে দেখা করে আস।'
.
বিয়ে ছাড়া সব কিছুই ভার্চুয়াল হয়ে যাচ্ছে, শুনেছি অতি আবেগের বশবর্তী হয়ে বিয়ে ও নাকি অনেকে ভার্চুয়ালে করে সন্তানরূপে ইমো সেন্ড করছেন, ইনবক্সে উদযাপিত হচ্ছে বাসর রাত! এটা কিছু হইল!
.
চুমুর স্পর্শে মোবাইলের মাউথ স্পিকার লাল থেকে কালো হয়ে গেলেও প্রেমিকার ঠোঁট ঠিকি রঙ্গিলা অধরায় থেকে যায়
.
পহেলা বৈশাখ/ঈদের ভার্চুয়াল দাওয়াতে আজ আমরা ক্লান্ত কেউ আর ফোন করে আগ্রহ দেখিয়ে বলে না আপনাকে আসতেই হবে!
.
ভুলে গেছি অনেকের মুখের কারুকার্য কন্ঠের আওয়াজ আজ শেষ ভরসা, সেলফি'র লাল-নীল-দীপাবলিতে হারিয়ে গেছে দেহের অর্ধাংশ
.
বন্ধুর বাড়ির জালালী কবুতরগুলো ও আজ আর আসে না, তারা ও বুজি ভার্চুয়াল হয়ে গেল?
.
তালগাছ থেকে বাবুই পাখি হারিয়ে গেছে, সুন্দর বন থেকে বাঘ, শুধু হারিয়ে যায়নি সভ্যতা ইট,বালু আর সিমেন্ট...!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.