নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
দাদুঃ জানিস নাতী, এমন এক সময় ছিল যখন গরুর সাথে আমরা সেলফি/ছবি তুলতাম না, ক্যামেরা/মোবাইল ছিল না তাই
নাতীঃ গরুর সাথে সেলফি না তুললে কি কোরবান হতো?
.
দাদুঃ কোরবান হবে না কেন?
নাতীঃ আমার বন্ধু যে বলল তুই যে গরুর সাথে সোলফি দিস নি তোর কোরবান হবে না !
.
দাদুঃ কোরবান হলো ত্যাগের মহিমায় নিজেকে উদ্ভাসিত করার, লোক দেখানোর কোন ইবাদাত নয়,
নাতীঃ আচ্ছা দাদু তোমরা যে গরু গুলু কিনতে তা তাহলে অন্য কেউ দেখত কিভাবে?
.
দাদুঃ তখন আমাদের গরু গুলো সবাই দেখতে আসত, গরু নিয়ে আমরা মাঠে মাঠে ঘুরতাম, অনেক আনন্দ হতো
নাতীঃ পার্থক্য এখন গরুগুলো সেলফি হয়ে হয়ে টাইমলাইনে ঘুরে
.
দাদুঃ তোমরা এখন মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসো, আমরা তখন সরাসরি আড্ডা দিয়ে হো হো করে হাসতাম
নাতীঃ সারাসরি চোখাচোখি কি আবার আড্ডা দেওয়া যায় নাকি!!
.
দাদুঃ জানিস একটি বিখ্যাত গান আছে, কফি হাউজের সেই আড্ডাটি আজ আর নেই! আজ আর নেই!
নাতীঃ আরে ঐ ধরনের একটা গান তো আরজে কুং পিং গেয়েছে? " গ্রুপ চ্যাটের সেই আড্ডাটা আজ আর নেই! আজ আর নেই! টিংকু টা ব্লকে, রিংকু ডিজেবেল আইডিতে, কেড়ে নিয়েছে জুকারবার্গ মামা হায়, কাকে যেন ভালবেসে, ব্লক খেয়েছে শেষে, আইডিটা পাল্টিয়ে পেলেছে আবুল ভাই, আজ সেই জন্যে গ্রুপটা পড়ে আছে, সাতটা মেয়ে আজ ফ্রি নেই, একি সে ফেসবুকে আজ এসেছে নতুন গ্রুপ শুধু সেই গ্রুপে আজ মিস জেরি নেই...লা ল্লা ল্লা ল্লা লা লা লা..
.
দাদুঃ ফুলকপি করেছে ওটা আমাদের গান কে!
নাতীঃ কপি করে নি, কপি পেস্ট........!
.
হাম্বাআআআআআ.....
.
কিরে নাতী গরুর ছবি দেওয়ার সাথে সাথে হাম্বা করে উঠলো কেন? 'আরে দাদু এটা ফেসবুকের নতুন ফিচার, গরুর ছবিতে যত লাইক পড়বে তত হাম্বা হাম্বা ডাক বাজবে....!
.
অবশেষে.....
.
কোরবানি শেষ, ঈদের তৃতীয় দিন পর ও গরুর সেই ছবিতে লাইক পড়তে থাকায় হাম্বা হাম্বা করে উঠছে গরু......
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
আবদুর রব শরীফ বলেছেন: ঈদ মোবারক ভাইজান
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ঈদমোবারক ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
আবদুর রব শরীফ বলেছেন: ঈদ মোবারক ভাইয়ু
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
সুমন কর বলেছেন: গ্রুপ চ্যাটের সেই আড্ডাটা আজ আর নেই! আজ আর নেই! টিংকু টা ব্লকে, রিংকু ডিজেবেল আইডিতে, কেড়ে নিয়েছে জুকারবার্গ মামা হায়, কাকে যেন ভালবেসে, ব্লক খেয়েছে শেষে, আইডিটা পাল্টিয়ে পেলেছে আবুল ভাই, আজ সেই জন্যে গ্রুপটা পড়ে আছে, সাতটা মেয়ে আজ ফ্রি নেই, একি সে ফেসবুকে আজ এসেছে নতুন গ্রুপ শুধু সেই গ্রুপে আজ মিস জেরি নেই...লা ল্
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা রইলো...
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
আবদুর রব শরীফ বলেছেন: অবশেষে.....
.
কোরবানি শেষ, ঈদের তৃতীয় দিন পর ও গরুর সেই ছবিতে লাইক পড়তে থাকায় হাম্বা হাম্বা করে উঠছে গরু.....
Eid mubarok
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১
শায়মা বলেছেন: হা হা
মজার পোস্ট!!
বিশেষ করে গান শুনে আমি মুগ্ধ---
গ্রুপ চ্যাটের সেই আড্ডাটা আজ আর নেই!
আজ আর নেই!
টিংকু টা ব্লকে, রিংকু ডিজেবেল আইডিতে,
কেড়ে নিয়েছে জুকারবার্গ মামা হায়,
কাকে যেন ভালবেসে, ব্লক খেয়েছে শেষে,
আইডিটা পাল্টিয়ে পেলেছে আবুল ভাই,
আজ সেই জন্যে গ্রুপটা পড়ে আছে,
সাতটা মেয়ে আজ ফ্রি নেই,
একি সে ফেসবুকে আজ এসেছে নতুন গ্রুপ
শুধু সেই গ্রুপে আজ মিস জেরি নেই...লা ল্লা ল্লা ল্লা লা লা লা..
হাহাহাহাহাহাাহাহাহাহহা
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৮
আবদুর রব শরীফ বলেছেন: দাদুঃ তোমরা এখন মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসো, আমরা তখন সরাসরি আড্ডা দিয়ে হো হো করে হাসতাম
নাতীঃ সারাসরি চোখাচোখি কি আবার আড্ডা দেওয়া যায় নাকি!!
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬
হামিদ আহসান বলেছেন: ঈদ মোবারক ......