নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ব্রিটিশ আমলে যে কয়টি আন্দোলন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশী উল্লেখযোগ্য এবং প্রধান হলো/ছিল ফরায়েজী আন্দোলন,
.
ব্রিটিশ হটাও সাথে ইসলামের ফরজ কাজগুলোর প্রতি উদ্বুগ্ধ করায় ছিল আন্দোলনের প্রাণ পুরুষ, বাংলার অহংকার হাজী শরিয়তউল্লাহ'র উদ্দেশ্য,
.
আগে ফরজ কাজ তারপর অন্য কিছু, ফরজ কাজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি আমাদের একটা স্বভাবে পরিণত হয়ে গেছে!
.
মনে করি, আমি নিজে যখন ফরজ কাজগুলো পালন করতে হিমশিম খায় কোন আক্কেলে অন্যের সাথে নফল নিয়ে তর্কাতর্কি করব?
.
আমরা মুসলমান দাবী করি, আবার নিজেরাই দলাদলি করি,ইতে একটু মুসলামান, ওইতে অর্ধেক মুসলমান, হেতেনে তো মুসলমান ও নো ইত্যাদি কনসেপ্ট ধারণ করে!
.
পৃথিবীতে সবচেয়ে বড় মূর্খ যে মনে করে সে সবজান্তা, সব মনীষীরা একটি কথায় বলে গেছেন, অথৈই সাগরের কূলে বসে কিছু নুড়ি পাথর কুড়িয়ে বেড়াচ্ছি শুধু, অসীম সমুদ্রের সবি অজানা ৷
.
মূল ঠিক রাখেন, তাহলে সব অটো ঠিক হয়ে যাবে, নাহলে মূলের অভাবে গাছটি সমূলে আমাদের উপর ভেঙ্গে পড়বে,
.
আসুন তর্ক নয় বিতর্ক করি, উদ্ধত নয় বিনয়ী , অসংযমী নয় পরমতসহিঞু হয়, গুরুর পা'য়ে বসে বিদ্যা অর্জন করতে হয় ৷
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৮
আবদুর রব শরীফ বলেছেন: আমরা শুনা কথাগুলোকে নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করায় বেশী উদগ্রীব
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
খালিদ আলম বলেছেন: ঠিক কথা বলেছেন .।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৮
আবদুর রব শরীফ বলেছেন: সমাজে এত বিবেদের মূল কারণ এটি
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
দরবেশমুসাফির বলেছেন: আসুন তর্ক নয় বিতর্ক করি, উদ্ধত নয় বিনয়ী , অসংযমী নয় পরমতসহিঞু হয়, গুরুর পা'য়ে বসে বিদ্যা অর্জন করতে হয়।
সহমত।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯
আবদুর রব শরীফ বলেছেন: পৃথিবীতে সবচেয়ে বড় মূর্খ যে মনে করে সে সবজান্তা, সব মনীষীরা একটি কথায় বলে গেছেন, অথৈই সাগরের কূলে বসে কিছু নুড়ি পাথর কুড়িয়ে বেড়াচ্ছি শুধু, অসীম সমুদ্রের সবি অজানা ৷ ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
রাশেদ বিন রাদ বলেছেন: সত্তি বলেছেন ব্ন্ধু