নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
হীরাকে কাঁচ মনে করে যে এরিয়ে যায় সেটি হীরের ব্যর্থতা নয়, যে এরিয়া যায় তার ব্যর্থতা কারণ এই ব্যপারে সে কূপমন্ডুক,
.
মৌলিক অধিকারগুলো মধ্যে শিক্ষা নামক অধিকারটি একটি রুহিতন(ডায়মন্ড),
.
আমরা মানব সম্পদ তৈরী করতে পারছি না, এখনো সেই অংকতে বিশ্বাসী দশজন লোক বিশ দিনে করতে পারলে বিশজন লোক কয় দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে?
.
১০ জন লোক করতে পারে =২০ দিনে
সুতরাং,
১ জন লোক করতে পারে= ২০/১০ দিনে
২০ জন লোক করতে পারে=২০×২০/১০
সমান ২০ জন লোক করতে পারে=৪০ দিনে(উত্তর)
.
দিন পাল্টিয়েছে, বিদেশী যারা বাংলাদেশে কাজ করে তারা সংখ্যায় অল্প কয়েকজন মানুষ হলেও তারা তাদের দক্ষতা দিয়ে বাংলাদেশের বাজেটের প্রায় দশ ভাগ পরিমাণ টাকা নিয়ে যায় কারণ তারা সিইও/এক্সপার্ট ইত্যাদি সবচেয়ে বেশী দক্ষ মানব সম্পদ তৈরী করে ভারত আর আমরা কি তৈরী করি?
.
শুধু বইয়ের পাতায় মুখ গুজিয়ে রাখলে সিইও হওয়া যায় না, উদ্ভাবনী/সৃজনশীল ক্ষমতা অধিকারী হতে হয় ফেল করা ছাত্রটি আজ ফেসবুক/মাইক্রোসফটের সিইও,
.
বাংলাদেশের অদক্ষ শ্রমিকরা দুইশ জন শ্রমিক হাড় ভাঙ্গা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা ইনকাম করে তা একজন দক্ষ মানব সম্পদ এসি'র মধ্যে বসে হেসে খেলে ইনকাম করে কারণ সে দক্ষ,যথাযথ শিক্ষিত,রোগ হাতড়িয়ে বেড়ায় না, রোগ ধরতে ওস্তাদ..
.
চিরাচরিত একটি কথা মনে পড়ল, পরিশ্রম করে যদি সব হত তাহলে গাধা বনের রাজা হত, সাথে আমি একটু যোগ করি মাইট্টাল বা রিক্সা চালকারা সব কোটিপতি হয়ে যেত, একটু ভেবে দেখবেন কি?
©somewhere in net ltd.