নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কোরবানে পশুর হাট থেকে হৃষ্টপুষ্ট গরুর ছবি 'মোবাইল' দিয়ে তুলে আপলোড দিল কুদ্দুস আলী,কিনবে কিনা?
.
কমেন্ট নামাঃ
-লেজ ছোট
-শিং বাঁকা
-রান মেরা
-ফেকাশে রং
-বডি বেডং
-শ্রী-হীন মুখমন্ডল
.
দরদাম সব ঠিক ঠাক থাকা সত্ত্বেও এত মানুষের ফেসবুকে নেগেটিভ কমেন্ট দেখে সেদিন আর গরু কিনল না কুদ্দস ভাই,
.
পরের দিন একটা 'ডিজিটেল' ক্যামেরা দিয়ে একটা মেরা গরুর ছবি তুলে ফেসবুকে আপলোড দিল, কিনবে কি না?
.
কমেন্ট নামাঃ
-হাউ সুইট
-ময়ুরপঙ্খি লেজ
-হরিণের শিং
-পিতলা রং
-কি সুন্দর দাড়ানোর ঢং
-দেহে আছে বল
.
এভাবে পজেটিব কমেন্টের ঢল দেখে অবশেষে বেশী টাকা দিয়ে মেরা গরুটি কিনে নিল কুদ্দুস ভাই...
.
গরু নিয়ে আসার পথে কমেন্ট নামাঃ
-এত টাকা দিয়ে কি ছাগল কিনে আনলেন?
-ভালো গরু চিনে এমন কাউকে নিয়ে যেতেন
-দামটা একটু মনে হয় বেশীই হয়ে গেল
-সমস্যা নাই কোরবান বলে কথা
.
বাসায় এসে সেই ক্ষোভ বউয়ের উপর ছাড়ল, 'চকচক করলেই সোনা হয় না ৷'
©somewhere in net ltd.