নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
যুদ্ধে রাজ্য বিদ্ধস্ত প্রায়, চারদিকে হতাশার কালো মেঘের ঘনঘটা, খসে পড়ছে এক একটি ইট, চরম দূর্যোগে ভেঙ্গে পড়ছে উজির, নাজির, সেনাপতি, সৈন্য সামন্ত সাথে বিবিরা ও,
.
প্রজারা হা-ভাত, প্রকৃতিতে ও হাহা কার, রোজ রাজ্যসভায় হায় হায় করছে সবাই, ঠিক এমন মুহূর্তে একজনকে অটল,অবিচল, নিশ্চল হয়ে হুংকার দিয়ে সব কিছুর মোকাবেলা করতে হয়,
.
সেই একজনের ভিতরে ও বয়ে যায় প্রচন্ড তান্ডব, এলোমেলো করে দেয় বুকের সবকটি কলকজ্বা, সবকিছু মোকাবেলা করে ভাবলেশহীনভাবে তিনি পরিস্হিতি সামাল দেন, অন্যদের মত গর্তে পড়ে নাক কান্না তার স্বভাব নয়, হয়তো কখনো জয় নতুবা পরাজয়, তিনি রাজা!
.
it iz the attitude of the king... এই কারণে তিনি সবার মাথার মুকুট, সবার চেয়ে আলাদা, একজন রাজা পরাজিত হওয়ার পর ও যদি তাকে জিঙ্গেস করা হয় কেমন আচরণ সে প্রত্যাশা করছে? সে বলবে..be a king...রাজার মত...!
.
আমাদের ব্যক্তিত্ব এমনি হওয়া উচিত, ভেঙ্গে গেলেও মটকাবো না, জয়-পরাজয় মুদ্রার এপিট ওপিট, খেলাটি উপভোগ্য হচ্ছে কি না সেটাই আসল কথা..
©somewhere in net ltd.