নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
পৃথিবীর দুই ধরনের মানুষের সাথে ইচ্ছে করে নেগেটিভ ফালতু গল্প করবে,
-যারা তোমার স্বপ্ন চুরি করে
-যারা বলে তুমি পারবে না
.
আমার কাছে একটা বেস্ট চল্লিশটা হাদীস নিয়ে চমৎকার একটা বই ছিল তার প্রথম হাদীসটি ছিল, 'নিয়তের উপর নির্ভর করে বরকত ৷'
.
সুশান্ত ভাইয়ের একটা কথা জীবন থেকে মিলিয়ে দেখেছি খুবই বাস্তব, 'আল্লাহ কাউকে চিরদিন অসম্মানিত রাখেন না ৷'
.
একটি গল্প বলি, একটি সিনেমার প্রথম দিকে নায়ক নায়িকার প্রেমে পড়ল, এবার তিন ঘন্টা নায়েকের ভাই ভিলেন, বাবা চৌধুরী সাহেব, নায়িক সুন্দরী কমলাসহ নানা বাঁধা চড়াই উৎরাই পেরিয়ে দুই ঘন্টা পঞ্চাশ মিনিটে নায়কের সাথে নায়িকার মিল হয়,
.
এমন যদি হতো সিনেমা শুরু মাত্র পাঁচ মিনিটের মাথায় নায়ক নায়িকার মিল হয়ে গেল কেমন হতো বন্ধু তুমি বলো? এই ফিল্ম কেউ দেখতো?
.
অডিয়ান্সকে দেখতে দিন, সাথে আপনি আপনার কাজ করে যান, আলো আসবেইইই... সেই আলোয় আলোকিত হয়ে দর্শক মুগ্ধ হয়ে হাততালী দিতে বাধ্য হবে, সেই পর্যন্ত অপেক্ষা করুন ৷
.
সুকান্তের একটি কবিতা দিয়ে শেষ করবো,
'হে মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য ঝঙ্কার মুছে যাক,
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো!
প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা--
কবিতা, তোমায় দিলাম আজ ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়;
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি--'
.
কবিতাটি থেকে অনেক কিছু শিখার আছে, কেউ চরম দারিদ্রে মাথা খুটে খুটে সৃষ্টিকর্তাকে অভিসম্পাত করে আর কেউ কেউ সেই যাতনা বুকে নিয়ে কবিতাকে উপহাস করে আরো বড় কবি হয়, এখানেই পার্থক্য বিজয়ী আর বিজিতদের...
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৬
আবদুর রব শরীফ বলেছেন: কবিতাটি থেকে অনেক কিছু শিখার আছে, কেউ চরম দারিদ্রে মাথা খুটে খুটে সৃষ্টিকর্তাকে অভিসম্পাত করে আর কেউ কেউ সেই যাতনা বুকে নিয়ে কবিতাকে উপহাস করে আরো বড় কবি হয়, এখানেই পার্থক্য বিজয়ী আর বিজিতদের...
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪
এস কাজী বলেছেন: ভাল্লাগসে লেখাটি +++++
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭
আবদুর রব শরীফ বলেছেন: অডিয়ান্সকে দেখতে দিন, সাথে আপনি আপনার কাজ করে যান, আলো আসবেইইই... সেই আলোয় আলোকিত হয়ে দর্শক মুগ্ধ হয়ে হাততালী দিতে বাধ্য হবে, সেই পর্যন্ত অপেক্ষা করুন ৷ ধন্যবাদ ভাই
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৩
রাশেদুজ্জামান তুষারর বলেছেন:
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
আবদুর রব শরীফ বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য ঝঙ্কার মুছে যাক,
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো!
প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা--
কবিতা, তোমায় দিলাম আজ ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়;
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি--'
এখানেই পার্থক্য বিজয়ী আর বিজিতদের...
+++++++++++++++