নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজন নেই আর সুখের স্নিগ্ধতা--

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

দেশকে চপেটাঘাত করে যারা দেশপ্রেমিক ট্যাগ নিয়ে সুখে আছে সুখে থাক তারা,
.
সুখে থাক সব দূর্নীতিবাজ, চোর, ডাকাত, বাটপার, টাউট আর যারা যারা অপবিত্র সকলি,
.
শুধু দুঃখে থাক দেশ গড়ার করিগর, দেশপ্রেমিক,চাষা-ভূষাসহ এমন যারা আছে সকলি,
.
আর সুখ নয়, এবার কঠিন থেকে কঠিনতর, কঠোর থেকে কঠোরতর দুঃখ নিয়ে আসতে হবে, ঘামে তাপে চাপে সকল সুখের স্বপ্নগুলো মুচে যাক, মুচে যাক মিথ্যে বিলাসিতা,
.
সুখের মুখে আজ করতে হবে চপেটাঘাত, সুখকে দিয়ে দিতে হবে নির্বাসন, স্বর্গে যারা সুখি তাদের কিসের কৃতত্ব? নরকে স্বর্গ বানাতে হবে, এ হবে দীপ্ত অঙ্গীকার!
.
সুখের দাম দিয়ে দুঃখ কিনতে হবে আরো অনেক বেশী বেশী করে দুঃখ, দুঃখগুলোকে পোড়াতে হবে, দুঃখ পুড়িয়ে আঙ্গার, গলিয়ে তরল করতে হবে, সেই তরল পাতাল থেকে আকাশে উঠবে একদিন তারপর শান্তির বৃষ্টি হিসেবে নেমে আসবে উত্তপ্ত অশান্ত নরকে...
.
দুঃখে পুড়া আঙ্গারগুলো ধুয়ে মুচে যাবে, সেখান থেকে ঝিলিক দিয়ে উঠবে হীরের টুকরো, ভেবে দেখছো কি কত লক্ষ বছর ধরে চাপ তাপ কত ধাপ পেরিয়ে মূল্যবান ধাতু সৃষ্টি হয়!?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.