নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
শহরের এক ছেলে সন্দ্বীপে বেড়াতে গেছে, তো ধান ক্ষেত দিয়ে হাটার সময় তার বাহুতে জোঁক ধরেছে,
.
তার পাশের ছোট্ট ছেলেটি দৌড়ে গিয়ে লবন আনতে গেল তো লবন নিয়ে আসার পর শহুরে দাঁত মুখ খিলিয়ে ছোট ছেলেটাকে একটা থাপ্পড় দিল !
.
ছেলেটা কিম্ভূতকিমাকার হয়ে বলল, ভাই লবন দিলে জোঁক ছুটে যাবে..
.
এবার জোঁকের উপর লবন ছিটাতে ছিটাতে শহুরে ছেলেটি বলল, ' তুই লবন আসছস ভালো কথা মোবাইল আনস্ নাই কেন?
.
আপনাকে ধরছে জোঁক আপনি মোবাইল দিয়ে কি করবেন?
.
'আরে সেলফি তুলতাম সেলফি! জোঁকে ধরছে এত বড় একটা ঘটনার সেলফি তুলতে পারি নাই এই দুঃখ কি তুমি বুজবে? '
.
একটি মেয়ের তর্জনি, মধ্যমা, অনামিকা, কনিষ্টা আঙ্গুলের উপরিভাগ গরম তৈলে লেগে ফুস্কি ফুটে গেছে সে স্ট্যাটাস দিল, "বন্ধুরা ভেরি সেড নিউজ, আমার চারটা আঙ্গুল ইনজুরি ভাগ্যিস বুড়ো আঙ্গুলটা অক্ষত আছে তাই তোমাদের জানাতে পেরেছি ফিলিং লাকি আনলাকি !
.
তো উপরের দুটি ঘটনা নিয়ে একটি গান হয়ে যাক! 'হেইয়ু লিসেন টু মি সেলফি ইজ মাই লাইফ জানো তুমি? সেলফি সেলফি সেলফি তুলে জেগে থাকি মোবাইল নিয়ে, তুমি ছাড়া ও আই এম ইনজয় মা লাইফ.....' আনরিলিজ ট্রাক আপনারা শুনছেন ফুয়াদ ফিচারিং মুক্তির অপেক্ষায় !
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
আবদুর রব শরীফ বলেছেন: যেদিকে তাকায়, দু চোখ যায় সবাই সেলফি তোলাতে ব্যস্ত, এখন আর কেউ বেকার নেই, ছাব্বিশ লক্ষ বেকার ও একটা কাজ পেয়েছে তা ও বা মন্দ কি !
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
নতুন বলেছেন: এখন ক্যাফেটেরিয়ায় যেটা খুব বেশি দেখি তা হলো...
৫/৬ জন মিলে খাবার খাচ্ছে... সবাই মোবাইলে ব্যাস্ত...একে অপরের সাথে কথা বলছেনা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১০
আবদুর রব শরীফ বলেছেন: সেটাই, চাইনিজ খেয়ে সেলফি দিবে না এমন মানুষ ও এখন বিরল ! আমরা বন্ধুরা যখন মাস্টার্স দিচ্ছিলাম তখন আড্ডার সুবিধার্থে একটা আইন করেছিলাম কেউ মোবাইল হাতে নিতে পারবে না কিন্তু কে শুনে কার কথা আড্ডাগুলোই বন্ডুল হয়ে গেল !
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৩
উদাস কিশোর বলেছেন: ছাব্বিশ লক্ষ বেকার ও একটা কাজ পেয়েছে তা ও বা মন্দ কি !
হা হা হা হা হা হা
দারুন ...............
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
আবদুর রব শরীফ বলেছেন: ছাব্বিশ লক্ষ বেকারের জন্য বেপারটা ঠিক আছে, কোন কাজে ব্যস্ত থাকলে হতাশা ভুলে থাকা যায় ! আগে ছাত্ররা বিকেলে ক্রিকেট ফুটবল খেলতা এখন তাস সিগারেট আড্ডা দিয়ে কাটায় সুতরাং বেকাররা এই কারণে ব্যস্ত থাকলে অসৎ পথে কম যাবে বলে আমি মনে করি
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
আরণ্যক রাখাল বলেছেন: সেলফি নিয়ে কাছাকাছি, ফেস ও বুক জুড়ে আছি, লালনীল স্বপ্নের দিন
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩
আবদুর রব শরীফ বলেছেন: সুন্দর বলছেন
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
জুন বলেছেন: দুনিয়াটাই মনে হয় এমন হয়ে গেছে আজকাল । ভালো লিখছেন ।