নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ভদ্রলোক টুকটাক সবজি বিক্রী করে দিন এনে কষ্টে মিষ্টে দিনে খেয়ে সংসার চালাত, তার দুটি মেয়ে আছে, একজনের বিয়ে দিয়েছে,
.
অন্য মেয়ের বিয়ে হয়েছে সম্প্রতি, মেয়ের বিয়ের আগে যাদের কাছে ফল বিক্রী করত তাদের কাছে সাহায্য চাইতে আসল, কিছু টাকা সংগ্রহ করে মেয়ের বিয়ে দিল!
.
মেয়ের বিয়ের পর আবার সাহায্য চাইতে আসল, মেয়ে বিয়ে দিলেও বিয়ের পর আরো কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয়...
.
বৃদ্ধ লোকটি এবার সাহায্য চাইতে এসে লজ্জায় কান্না করে দিল
.
বিয়ে আনন্দের ব্যাপার হলেও মেয়ের দুর্বল বাবারা হাড়ে হাড়ে টের পায় আনন্দের নোনা রেশ...!
.
মেয়েকে ও দান করে, সম্মান ও দান করে, টুকিটাকি জমানো সম্পদ ও হারিয়ে নিঃস্ব হয়ে পরে থাকে কন্যাদায়গ্রস্থ পিতারা!
.
তবে কি একজন হতদরিদ্র/নিম্ন মধ্যবিত্ত বাবার মেয়ে সন্তান জন্ম দেওয়া কি ভুল না অভিশাপ?
.
হয়ত কিছুদিন পর আবার যৌতুকের চাপ আসবে, এটা ওটা সেটা দেওয়ার জন্য কৌশলে জামাই বাবু আবদার করবে!
.
যে আদরের মেয়েটির জন্য বাবার এত ত্যাগ সে মেয়েটি আদৌ কতটুকু সুখে থাকবে সেটাও এক অজানা অধ্যায়!
.
আবহমান কাল ধরে চলে আসছে এসব সংস্কৃতিগুলো, অতীতে একটা প্রবাদ জনপ্রিয় ছিল, ভাগ্যবানের বউ মরে, অভাগার গরু মরে ! একটি পশুর চেয়ে অদম মনে করত বলে এই প্রবাদের সৃষ্টি!
.
নারীর সাথে নারীর বাবাকে ও ভোগ করে এই সমাজ, প্রতিবাদ করবে কে? রক্ষক ই তো ভক্ষক!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫
আবদুর রব শরীফ বলেছেন: দিন পাল্টানোর সাথে কনসেপ্ট ও পাল্টিয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় পুরনো বোতলে নতুন মদ...
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০
নতুন বলেছেন: হয়তো আরো কয়েক জেনারেসন লাগবে যৌতুকের প্রথা যেতে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৭
আবদুর রব শরীফ বলেছেন: তবে সেটাই হলে ভালো হবে...দেরীতে হলেও তো যাবে ৷
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬
আমিই মিসির আলী বলেছেন: দিন বদলাইছে। এমন ঘটনা এখন বিরল।