নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মেয়ে শিশু জন্ম দেওয়া কি এখনো অপরাধ ?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১

ভদ্রলোক টুকটাক সবজি বিক্রী করে দিন এনে কষ্টে মিষ্টে দিনে খেয়ে সংসার চালাত, তার দুটি মেয়ে আছে, একজনের বিয়ে দিয়েছে,
.
অন্য মেয়ের বিয়ে হয়েছে সম্প্রতি, মেয়ের বিয়ের আগে যাদের কাছে ফল বিক্রী করত তাদের কাছে সাহায্য চাইতে আসল, কিছু টাকা সংগ্রহ করে মেয়ের বিয়ে দিল!
.
মেয়ের বিয়ের পর আবার সাহায্য চাইতে আসল, মেয়ে বিয়ে দিলেও বিয়ের পর আরো কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয়...
.
বৃদ্ধ লোকটি এবার সাহায্য চাইতে এসে লজ্জায় কান্না করে দিল
.
বিয়ে আনন্দের ব্যাপার হলেও মেয়ের দুর্বল বাবারা হাড়ে হাড়ে টের পায় আনন্দের নোনা রেশ...!
.
মেয়েকে ও দান করে, সম্মান ও দান করে, টুকিটাকি জমানো সম্পদ ও হারিয়ে নিঃস্ব হয়ে পরে থাকে কন্যাদায়গ্রস্থ পিতারা!
.
তবে কি একজন হতদরিদ্র/নিম্ন মধ্যবিত্ত বাবার মেয়ে সন্তান জন্ম দেওয়া কি ভুল না অভিশাপ?
.
হয়ত কিছুদিন পর আবার যৌতুকের চাপ আসবে, এটা ওটা সেটা দেওয়ার জন্য কৌশলে জামাই বাবু আবদার করবে!
.
যে আদরের মেয়েটির জন্য বাবার এত ত্যাগ সে মেয়েটি আদৌ কতটুকু সুখে থাকবে সেটাও এক অজানা অধ্যায়!
.
আবহমান কাল ধরে চলে আসছে এসব সংস্কৃতিগুলো, অতীতে একটা প্রবাদ জনপ্রিয় ছিল, ভাগ্যবানের বউ মরে, অভাগার গরু মরে ! একটি পশুর চেয়ে অদম মনে করত বলে এই প্রবাদের সৃষ্টি!
.
নারীর সাথে নারীর বাবাকে ও ভোগ করে এই সমাজ, প্রতিবাদ করবে কে? রক্ষক ই তো ভক্ষক!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬

আমিই মিসির আলী বলেছেন: দিন বদলাইছে। এমন ঘটনা এখন বিরল।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫

আবদুর রব শরীফ বলেছেন: দিন পাল্টানোর সাথে কনসেপ্ট ও পাল্টিয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় পুরনো বোতলে নতুন মদ...

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০

নতুন বলেছেন: হয়তো আরো কয়েক জেনারেসন লাগবে যৌতুকের প্রথা যেতে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৭

আবদুর রব শরীফ বলেছেন: তবে সেটাই হলে ভালো হবে...দেরীতে হলেও তো যাবে ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.