নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কত দিন বাসা থেকে ছুটে বেরিয়ে অবাক নয়নে দেখেছি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে বিমান ! হৈ হৈ করে আনন্দে মেতে উঠত সমবয়সী'রা, মুগ্ধতা ঘিরে ধরতো আমাদের তখন আমরা ছোট ছিলাম!
.
কত রাতে ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছিলাম, মীনা কার্টুন/সিসিমপুর টিভির ভিতর থেকে বের করে এনেছি, এগুলো এখন আমার,
.
সেকারিন মিশ্রিত লাল টকটকে খোলা আচারগুলো দেখে কত ভেবেছি, ভাত না খেয়ে আচারগুলো খেয়ে জীবন কাটিয়ে দিলে কি এমন ক্ষতি হয় ! কি সুন্দর মাছি ভনভন করে উড়ছে !
.
সেই ছোট্ট জরিনাকে নয় জরিনার পুতুলটিকে ভালবেসেছিলাম, কখনো মাথায় আসেনি জরিনা নিজেই একটি বার্বি ডল....!
.
ইয়ু ইয়ু খেলায় মেতে থাকতো জীবন, হাতের উপর ঘূর্ণয়মান লাটিম উঠাতে পারা ছোট্ট বন্ধুটিকে মনে হতো পৃথিবীর সবচেয়ে মেধাবী বালক !
.
এমনি ভাবে চলছিল, একদিন চোখ খুলে দেখি বড় হয়ে গেছি, অনেক বড়, অনেক স্বাধীন, আকাশ স্পর্শ করতে আজ নেই যে মানা!
.
পাল্টে গেছে মুগ্ধতার প্রেক্ষাপট, এভাবে একদিন পাল্টে যাবে অনেক কিছু, পাল্টে যাচ্ছে সভ্যতা, পাল্টাতে হয় নিজেকে, পাল্টে যাচ্ছে অন্যকেউ !
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
আবদুর রব শরীফ বলেছেন: জীবটা ও একদিন পাল্টে গিয়ে জীবন থাকবে না ভাবতেই অবাক লাগে !
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
রাকিবুল হাসান অন্তু বলেছেন: মানুষ পরিবর্তনশীল, সভ্যতা পরিবর্তনশীল, ভাবনা পরিবর্তনশীল, প্রথিবী পরিবর্তনশীল!
পাল্টে গেছে অনেক কিছু!
বদলে যাবে সবকিছু!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫
আবদুর রব শরীফ বলেছেন: পথ ও চলতে, পথও চলতে, কখনো পিছু থমকে, বারবার শুধু ফিরে চাওয়ার মধ্যে নস্টালজিয় ভিড় করে, স্মৃতিগুলো পিছনে ফেলে রেখে আবার এগিয়ে যেতে হয়, ফিরিবার পথ নাহি....
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
প্রবাসী ভাবুক বলেছেন: ছোটবেলার সেই মুহুর্তগুলো মনে পড়ে গেল৷
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
আবদুর রব শরীফ বলেছেন: সুর তোলে আজো এই মনকে ঘিরে
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: একদিন পাল্টে যাবে অনেক কিছু, পাল্টে যাচ্ছে সভ্যতা, পাল্টাতে হয় নিজেকে, পাল্টে যাচ্ছে অন্যকেউ !
এটাই জীবন!