নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তেতো ঔষুধ vs রসে টইটম্বুর রসগোল্লা !

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৮

পাঠ্য বই,মুখ দিয়ে পড়ি মন দিয়ে পড়ি না,
.
রোমান্টিক উপন্যাস, মন দিয়ে পড়ি মুখ দিয়ে পড়ি না,
.
দিনশেষে,
.
পাঠ্য বই, দশ লাইন পড়ি এক লাইনও মনে থাকে না!
রোমান্টিক বই, একবার পড়ি দশ লাইন মনে থাকে!
.
পড়া এবং পড়ে শিখা বা মনে থাকার মধ্যে বিস্তর পার্থক্য...
.
ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে একটা পোগ্রাম দেয়, সায়েন্স অব স্টুপিডিটি, এত সুন্দর করে শিখাবে, হাসতে হাসতে বাণিজ্য বিভাগের ছেলেও বিজ্ঞান শিখে ফেলে!
.
খেলনা দিয়ে কিভাবে বাচ্চাদেরকে বিজ্ঞানের লজিক শিখানো হয় ইয়ুটিউবে তার একটি প্রামাণ্য চিত্র দেখে মুগ্ধ হয়েছিল...
.
আমরা সাধারণত বেত খেয়ে শিখে অভ্যস্ত ছিলাম, এসেম্বলির সময় ইউনিফর্ম না পরে আসার কারণে দাঁড় করিয়ে রাখলে ও পরতাম না কারণ ধারণা ছিল, এসব পোশাক নিজের সাথে মানানসই না,
.
কিন্তু...
.
কোন স্যার যদি একবার শুধু একবার বুজিয়ে বলতেন যে ইউনিফর্মে তোমাদের অনেক স্মার্ট লাগে তাহলে শার্টের উপর শার্ট এবং প্যান্টের উপর প্যান্ট পরে যেতাম! মানে ডাবল ইউনিফর্ম ::
.
বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, যারা রোগ খুঁজে হয়রান বা হাতড়িয়ে বেড়ায় তাদের হাতুরে ডাক্তার বলে , সুতরাং মূল ডাক্তার হতে হলে আগে রোগ খুজে তার পর ট্রিটমেন্ট করতে হবে,
.
একজন শিক্ষক/গার্ডিয়ান হতে হলে আগে তাকে পারদর্শী হতে হবে, জন্মদিলেই যেমন বাবা হওয়া যায় না তেমনি শুধু পড়ালেই বা স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের চাকরি করলে প্রকৃত শিক্ষক হওয়া যায় না!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:১১

মহাপুরুষের ডায়েরী বলেছেন: :D

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

আবদুর রব শরীফ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.