নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ব্লগ শুরুর ইতিহাস! যা ব্লগারদের জেনে রাখা দরকার! :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

১৭ ডিসেম্বর ১৯৯৭ 'jorn barger' নামক এক ব্যক্তি সর্বপ্রথম 'weblog' শব্দটির উদ্ভাবন করেন ৷ পরবর্তীতে peter merholz তিনি তার ব্যক্তিগত ব্লগে petermeডটcom -এ এক রকম কৈতুক করেই 'weblog' শব্দটি ভাগ করে 'blog' বলে সম্বোধন করেন ১৯৯৯ এর এপ্রিল এবং মার্চের দিকে ৷ তারপর থেকে ব্লগ শব্দ;টির ব্যবহার বেড়ে যেতে থাকে ৷
.
Even Wiliams নামক এক ব্যক্তি ব্লগ শব্দটিকে যথাক্রমে বিশেষ্য এবং ক্রিয়াপদ দুই ভাবে কাজে লাগান ৷ তিনিই 'blogger' কথাটির উদ্ভাবন করেন ৷ ব্লগিং এর জনপ্রিয়তার পূর্বে 'ডিজিটাল কমিউনিটি বা 'অনলাইন যোগাযোগের জনপ্রিয় মাধ্যমগুলো ছিল Usenet, Genie, Bix, compuserve, BBS ইত্যাদি ৷
.
তথনকার দিনে এগুলো কষ্টকর হলে ও খুব কষ্ট করে Running conversation এর কাজগুলো করা হতো ৷
.
কিন্তু আধুনিক ব্লগিং এর সুবাধে খুব সহজে সামাজিক যোগাযোগ রক্ষা করা যাচ্ছে, ব্লগিং মানুষকে দিয়েছে তার নিজস্ব একটি পরিচয় ৷ ব্লগাররা সাধারণত নিজেদেরকে 'Diarists' বা 'journalers' ও বলতে পারে ৷
.
১৯৯৯ থেকে ব্লগিংয়ের জনপ্রিয়তা বৃদ্ধি পায় ৷ Bruce Ableson নামক এক ব্যক্তি ১৯৯৮ সালের অক্টোবরে 'ওপেন ডায়েরি' নামক একটি ব্লগ খোলেন এবং রাতারাতি তার ব্লগের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং হাজার হাজার ব্লগার তার ব্লগের সাথে যুক্ত হন এবং এটিই সর্বপ্রথম ব্লগ কমিউনিটি যেখানে অন্যান্য ব্লগারদের শেখার মন্তব্য করার সুযোগ দেওয়া হয় ৷
.
এছাড়া Evan Williams এবং Meg Hourihan যারা pyra labs এ কাজ করতেন, ১৯৯৯ সালে তারা চালু করেন তাদের ব্লগ সাইট ব্লগারডটকম, যা ২০০৩ এর ফেব্রুয়ারিতে google কিনে নেয় ৷

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

ধুন্দুলওয়ালার দাঁত ব্যথা!! বলেছেন: আচ্ছা, ভালো তো। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ :)

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০১

চাঁদগাজী বলেছেন:

" কিন্তু আধুনিক ব্লগিং এর সুবাধে খুব সহজে সামাজিক যোগাযোগ রক্ষা করা যাচ্ছে, "

-ব্লগিং সামাজিক যোগাযোগ নয়; এটা অনলাইন লেখকদের পাবলিশিং ও লেখার উপর ওপেন, ইনটারএকটিভ আলোচানা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

আবদুর রব শরীফ বলেছেন: এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি শাখাও ধরা হয় ৷ :)

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

কালের সময় বলেছেন: ভালো তথ্যমুলক পোস্ট । ধন্যবাদ ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

আবদুর রব শরীফ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ :)

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

বিজন রয় বলেছেন: জেনে নিলাম।
+++

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ তথ্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.