নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
'কলিমদ্দি দফাদার' গল্পের একটি জনপ্রিয় লাইন যা সবারি জানা,'অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায় ৷' এটাকে আরো এক ডিগ্রী বাড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে আমরা বলি,'অভাগা যেদিকে তাকায়, সেদিক শুকিয়ে যায় ৷'
.
আসলে অভাগা বলতে কিছু নেই, সব মনের সৃষ্টি, লক্ষ কোটি শুক্রানুকে পরাজিত করে যে পৃথিবীতে আসে সে কিভাবে অভাগা হয়?
.
তার চেয়ে বড় কথা, আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা জীব, আমাদের আশে পাশের হাজারো প্রজাতির দিকে তাকিয়ে দেখলে কি বুজা যায় না মানুষ কি জিনিস!
.
এর পরে ও আরো একটি কথা আছে, আমরা আবার শ্রেষ্ট নবীর উম্মত, অতীতে অনেক নবী ও যার উম্মত হতে চেয়েছিলেন আমরা তার উন্মত,
.
আরো কিছু কথা থেকে যায়, আধুনিক যুগের কান্ডারী আমরা, কত সুন্দর ফ্যানের নিচে বসে কী প্যাড গুতোচ্ছি তারপর একটা ক্লিক করব তা আপনি পড়বেন, আগের রাজা বাদশারাও কি এসব সুবিধা পাওয়াতো দূরের কথা কল্পনাও করতে পারতো না!
.
আমাদের সদ্বীপের অনেক মানুষ অতীততে ও বিদেশ থাকত,চিঠিপত্র যুগ শেষে যখন প্রথম দিকে মোবাইল এল, তারা তাদের প্রিয়জনদের সাথে একটু কথা বলার জন্য ইচ্ছে পোষণ করলে প্রিয়জনরা লেপ তোষক নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আট দশ দিনের জন্য বডিং বাড়া করে থাকতো জাস্ট একটু কথা বলার জন্য,
.
এর পরের ঘটনা, নতুন বিয়ে করা এক দম্পতির আশি ভাগ টাকা চলে যেত প্রিয়জনের সাথে যোগাযোগ রাখতে গিয়ে,
.
ফিরে আসি, অভাগা টপিকস-এ, কথায় আছে সব ফেলে হয় নষ্ট জীবন! মানুষ যা চায় তা সহজে ফেলে নাকি বাঁচার আগ্রহ হারিয়ে ফেলে, তা না হলে কি, নিজেদেরকে নিজে অভাগা ট্যাগ দিয়ে বসে থাকি?
©somewhere in net ltd.