নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
প্রচেষ্টা ফাউন্ডেশনের পাবেল বাবু একটি তথ্য দিয়েছেন,"২০১৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৬ শিশু ধর্ষণ ও ৫৬ শিশু হত্যা হয়েছে! এর মধ্যে জুলাই মাসেই ৩৬ শিশু হত্যা এবং ৫০ শিশু ধর্ষণ হয়!!" কেন এমন হচ্ছে? কারণ একটাই মানবতার অবক্ষয়, আসুন মানবতার গল্প বলি,
.
একসময় কুষ্ঠব্যাধিগ্রস্ত নর-নারীকে সমুদ্রগর্ভে মালোকাই দ্বীপে নির্বাসন দেওয়া হতো,কোন চিকিৎসা নেই! তারা ছিল দুঃখ,যন্ত্রণা,বেদনায় নিমজ্জিত,দুর্ভাগ্য এবং আশাহীন,
.
দামিয়ান নামক এক যুবকের প্রাণ কাঁদত তাদের জন্য, জীবনের সমস্ত ভোগ বিলাসকে পিছনে পেলে তাদের সেবা করতে সব পিছুটান পেলে রওনা হলো সে দ্বীপে,
.
দামিয়ান তাদের সেবায় নিজেকে নিয়োজিত করল, সান্ত্বনা দিয়ে তাদের একটি কথা বলত,'ব্যাধিপীড়া দিয়ে খোদা আমাদেরকে তাঁর অসীম স্নেহের পরিচয় দিচ্ছেন,' তার অমায়িক কথাগুলো শুনে সবাই রোগ ভুলে কাঁদত,
.
এভাবে সে ঊনিশটা বছর কাটিয়েছেন দামিয়ান,একদিন তাকে সেই কুষ্ঠব্যাধি আক্রান্ত করল,
.
সে সকলকে একসাথে করে তাদের উদ্দেশ্যে বললেন,"আজ আমার আনন্দের সীমা নেই, আজ আমি তোমাদেরই মত একজন, এতদিন তোমাদের সাথে আমার ভালো করে আত্মীয়তা হয় নাই, একটু বিভেদ ছিল, আজ খোদা সে বিভেদটুকু তুলে নিয়ে তোমাদের সাথে আমায় এক করে দিয়েছেন ৷ আজ তাঁর স্নেহের কথা স্মরণ করে আমার চোখে পানি আসছে, আজ আমাদের উপসনা হবে বড় মধুর, বড় সুন্দর ৷"
.
একদিন ক্রমে ক্রমে যন্ত্রণায় ছটপট করে দামিয়ান মারা গেল, এবং হয়ে গেল মহামানব,
.
কেউ কেউ নিজেরা সুস্থ থাকার জন্য অন্যদের দ্বীপে নির্বাসন দেয়, আবার কেউ কেউ তাদের সুস্থ করার জন্য সুস্থ শরীল নিয়ে দ্বীপে পাড়ি দেয়,
.
সুস্থ মানুষগুলো আজ কেউ জীবিত নেই, কিন্তু ইতিহাসের পাতায় দামিয়ান বেঁচে থাকবে চিরকাল যুগ থেকে যুগ, শতাব্দি থেকে শতাব্দি, মহাকাল থেকে অনন্তকাল
.
সুকান্তের একটি কবিতার লাইন আছে, পৃথিবীতে এসেছিস যখন পৃথিবীর বুকে দাগ কেটে যাবি, এই ক্ষণ জন্মা মাত্র কয়েকটি ভালো কবিতার কারণে আজ অমর, মানবতার জন্য আপনি যা করবেন, যা লেখবেন ইতিহাস ঠিকি আপনাকে খুঁজে নিবে, আপনিও একটি ছোট্ট কাজ দ্বারা হয়ে উঠতে পারেন মহামানব...তবে এত স্বার্থপরতা কেন, একদিন ইহকালের মায়া সবাইকে ত্যাগ করতেই হবে....
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯
আবদুর রব শরীফ বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
আল ইমরান বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।